শিরোনামঃ-

» সিলেট জেলা ও মহানগর আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের উদ্যোগে বিধান কুমার সাহাকে সংবর্ধনা

প্রকাশিত: ০৯. নভেম্বর. ২০২৩ | বৃহস্পতিবার

সরকারের উন্নয়ন ও শান্তির বার্তা পৌঁছে দিতে দেশে বিদেশে কাজ করে যাচ্ছেন আ. লীগ নেতাকর্মীরা

ডেস্ক নিউজঃ

বাংলাদেশ আওয়ামী লীগ সিলেট মহানগর শাখার যুগ্ম সাধারণ সম্পাদক বিধান কুমার সাহা প্রধানমন্ত্রী শেখ হাসিনার সফরসঙ্গী হিসেবে যুক্তরাজ্য সফর শেষে গত মঙ্গলবার রাতে সিলেট আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছালে সিলেট জেলা ও মহানগর আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের উদ্যোগে সংবর্ধনা প্রদান করা হয়।

সংবর্ধনা অনুষ্ঠানে বক্তারা বলেন, প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা সরকারের উন্নয়ন ও শান্তির বার্তা পৌঁছে দিতে দেশে-বিদেশে কাজ করে যাচ্ছেন আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। দেশের উন্নয়নকে বাধাগ্রস্ত করতে বিএনপি-জামায়াত অগ্নি সন্ত্রাসে মেতে উঠেছে। তাদের এই হরতাল ও অরোধের নামে অগ্নি সন্ত্রাসের দাঁত ভাঙ্গা জবাব দিতে হবে। আওয়ামী লীগ সরকার সবসময়ই দেশের মানুষের পাশে আছে এবং দেশের মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছে।

সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক শফিউল আলম চৌধুরী নাদেল, সিলেট জেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক সংসদ সদস্য শফিকুর রহমান চৌধুরী, সিলেট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সিলেট জেলা পরিষদের চেয়ারম্যান অ্যাাডভোকেট নাসির উদ্দিন খান, সিলেট মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি আসাদ উদ্দিন আহমদ, সিলেট মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যাপক জাকির হোসেন, সিলেট-৩ আসনের সংসদ সদস্য হাবিবুর রহমান হাবিব, সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী, সিলেট সিটি কর্পোরেশনের ৮নং ওয়ার্ডের কাউন্সিল জগদীশ চন্দ্র দাশ, ২০নং ওয়ার্ডের কাউন্সিলর আজাদুর রহমান আজাদ, কবির উদ্দিন, সিলেট জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এডভোকেট মাহফুজুর রহমান, স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি সুব্রত পুরকায়স্থ, সিলেট জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এডভোকেট রনজিত সরকার, জেলা দপ্তর সম্পাদক জগলু চৌধুরী, প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক এডভোকেট মোহাম্মদ আব্বাস উদ্দিন, মহানগর আওয়ামী লীগের কৃষি ও সমবায় সম্পাদক তপন মিত্র, জেলা আওয়ামী লীগের শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক এডভোকেট ইশতিয়াক আহমদ চৌধুরী, মহানগরের সহ-প্রচার সম্পাদক সোয়েব আহমদ, আওয়ামী লীগ নেতা সৈয়দ মিসবাউর রহমান, মখলিছুর রহমান কামরান, সৈয়দ মাসুম, জেলা সদস্য নিজাম উদ্দিন, মন্টু কুমার পাল, এডভোকেট জাহিদ সরওয়ার সবুজ, রাহাত তরফদার, এমরুল হাসান, জেলা যুবলীগের সভাপতি ভিপি শামীম আহমদ, মহানগর যুবলীগের সভাপতি আলম খান মুক্তি, জেলার সাধারণ সম্পাদক শামীম আহমদ, মহানগরের সাধারণ সম্পাদক মুশফিক জায়গীরদার, আফসর আজীজ, দেবাংশু মিঠু, নাজমুল ইসলাম, কিশওয়ার জাহান সৌরভ, নাঈম আহমদ, পৃযুষ কান্তি দে, জাহাঙ্গীর আহমদ, তারেক উদ্দিন তাজ, হাসান আহমদ চৌধুরী, অরুন দেবনাথ সাগর, খালেদ চৌধুরী, রুমেল আহমদ, হীরক দাস, ইকরাম হুসেন, অমর দত্ত, ঝুনা চৌধুরী এম রশিদ, ইলিয়াছ দিনার, মাহমুদুল হাসান সানি, এডভোকেট দেলওয়ার, আবু সাঈদ জুবের ছাদ, তজমুল আলী, এম এ হান্নান, ফারুক আহমদ, ফয়ছল কাদির পাওয়েল প্রমুখ।

এই সংবাদটি পড়া হয়েছে ১২৬ বার

Share Button

Callender

February 2025
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
2425262728