শিরোনামঃ-

» ২১ সেপ্টেম্বর রোডমার্চ ও সিলেট আলিয়া মাদ্রাসায়

প্রকাশিত: ১৯. সেপ্টেম্বর. ২০২৩ | মঙ্গলবার

বিএনপির সমাবেশে যোগদিন সফল করুন : মিজানুর রহমান চৌধুরী

ডেস্ক নিউজঃ

বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য, ছাতক উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও বিগত একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী জননেতা মো. মিজানুর রহমান চৌধুরী মিজান বলেছেন, বর্তমান সরকার লুটপাট, নৈরাজ্য ও উন্নয়নের ফাঁকাবুলিতে দেশের যে ক্ষতি সাধন করেছে তা অপূরণীয়।

বিগত নির্বাচনগুলোর মত এবারও অবৈধ পথে সরকার গঠনের পায়তারা চালিয়ে যাচ্ছে তারা। তবে দেশের সাধারণ জনগণ জেগে উঠেছে, সকল ষড়যন্ত্র রোখে দাঁড়াবে ইনশাআল্লাহ।

তিন বারের সফল প্রধানমন্ত্রী, বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়াকে তারা ভয় পায়। যে কারণে গৃহবন্দি করে রেখেছে সরকার। অসুস্থ বেগম খালেদা জিয়াকে জরুরী ভিত্তিতে বিদেশে নিয়ে উন্নত চিকিৎসা দেয়া প্রয়োজন। ষড়যন্ত্র করে আওয়ামী লীগ সরকারের ক্ষমতায় থাকার দিন শেষ হয়ে গেছে। আন্দোলনকারী নেতাকর্মীদের হামলা-মামলায় আর ধমিয়ে রাখা যাবে না। এখনও সময় আছে পদত্যাগ করে নির্দলীয় তত্ত্বাবদায়ক সরকারের অধীনে নির্বাচন দিন।

তিনি আরো বলেন, ২১ সেপ্টেম্বর রোডমার্চ ও সিলেট আলিয়া মাদ্রাসায় বিএনপির সমাবেশে যোগদিন সফল করার লক্ষে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে এবং রোর্ডমার্চ সফল করতে হবে।

তিনি মঙ্গলবার (১৯ সেপ্টেম্বর) ফ্যসিস্ট সরকারের পদত্যাগসহ নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনের এক দফা দাবীতে ২১ সেপ্টেম্বর সিলেট বিভাগে রোডমার্চ ও আলিয়া মাদ্রাসা মাঠে সমাবেশ সফল করার লক্ষ্যে দোয়ারাবাজার উপজেলা সদর বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদল কর্তৃক আয়োজিত প্রস্তুতি সভায় প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।

দোয়ারাবাজার উপজেলা বিএনপির সাবেক সভাপতি শাহজাহান মাষ্টার এর সভাপতিত্বে ও সিনিয়র যুগ্ম আহবায়ক আব্দুল মানিক মাষ্টার এর পরিচালনায় প্রস্তুতি সভায় বক্তব্য রাখেন যুগ্ম আহবায়ক খোরশেদ আলম, উপজেলা আহবায়ক কমিটির সদস্য জাকির হোসেন, সাবেক চেয়ারম্যান আবু হেনা আজিজ, শামছুল ইসলাম, আমান উল্লাহ, আব্দুল হক, তাইবুর রহমান, আফিকুল ইসলাম, বিএনপি নেতা আব্দুর রউফ, আব্দুল আলিম, ডা. শওকত আলী, নুর আলী ইমরান, ওলিউর রহমান, শাহ নেওয়াজ, কমর আলী, শাহজাহান মিন্টু, আব্দুর রাজ্জাক, মামুন মিয়া, উপজেলা যুবদল এর সিনিয়র যুগ্ম আহবায়ক জামাল উদ্দিন, যুগ্ম আহবায়ক নুর আলম, আব্দুল আজিজ, হাফিজুর রহমান, আব্দুল মতিন, আশরাফুল আলম জুয়েল, জুয়েল আহমদ, জাকির, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক এরশাদুর রহমান এরশাদ মেম্বার, যুগ্ম আহবায়ক মুনির উদ্দিন মেম্বার, মোশারফ মজুমদার, শুকুর আলী, দোয়ারাবাজার সরকারী কলেজ ছাত্রদলের আহবায়ক তারেক হোসেন রাজ, উপজেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক বেলায়েত হোসেন, ইব্রাহিম আল মাছুম, রুবেল আহমদ প্রমুখ।

এই সংবাদটি পড়া হয়েছে ১১৮ বার

Share Button

Callender

April 2025
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930