শিরোনামঃ-

» আব্দুস সামাদ আজাদ’র ১৮তম মৃত্যুবার্ষিকীতে স্মরণ সভায় বক্তারা; আব্দুস সামাদ আজাদ ছিলেন রাজনীতির বটবৃক্ষ

প্রকাশিত: ২৭. এপ্রিল. ২০২৩ | বৃহস্পতিবার

ডেস্ক নিউজঃ
ভাষা সৈনিক, মুক্তিযুদ্ধের সংগঠক, দেশের প্রথম পররাষ্ট্রমন্ত্রী প্রয়াত জাতীয় নেতা আব্দুস সামাদ আজাদের ১৮তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত স্মরণ সভায় বক্তারা বলেছেন, আব্দুস সামাদ আজাদ ছিলেন স্বাধীন বাংলাদেশের প্রথম পররাষ্ট্রমন্ত্রী, মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, অসাম্প্রদায়িক রাজনীতির পুরোধা, দেশপ্রেমিক এবং বঙ্গবন্ধুর আপনজন।

স্বাধীন বাংলাদেশে যে কয়েকজন মানুষের নাম স্বর্ণাক্ষরে লেখা থাকবে তার মধ্যে অন্যতম আব্দুস সামাদ আজাদ।

তিনি ছিলেন, রাজনীতির বটবৃক্ষ ও মানুষের সুখ-দুঃখের সারথি।

ব্রিটিশবিরোধী আন্দোলনের মাধ্যমে রাজনীতিতে পাঠ নেয়া আবদুস সামাদ আজাদ ছিলেন, স্বাধীন বাংলাদেশে গণতান্ত্রিক সকল আন্দোলনে অগ্রপথিক। আজীবন

তিনি ছিলেন অসাম্প্রদায়িক ও প্রগতিশীল। তাঁর রাজনৈতিক ও সামাজিক মান ছিল আকাশ ছোয়া।

আব্দুস সামাদ আজাদ ছিলেন হাওর পারের মানুষ। হাওর পারের মানুষদের তিনি খুব কাছে থেকে দেখেছেন। তিনি বুঝেছিলেন তাদের অন্তরের কথা।

বৃহস্পতিবার (২৭ এপ্রিল) বিকেল ৪টায় আব্দুস সামাদ আজাদ স্মৃতি পরিষদের উদ্যোগে জেলা পরিষদ মিলনায়তনে ভাষা সৈনিক, মহান মুক্তিযুদ্ধের সংগঠক, সাবেক মন্ত্রী, বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য, প্রয়াত জাতীয় নেতা আব্দুস সামাদ আজাদ’র ১৮তম মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে আয়োজিত স্মরণ সভায় বক্তারা উপরোক্ত কথাগুলো বলেন।

সিলেট মহানগর আওয়ামী লীগের সহ সভাপতি ফয়জুল আনোয়ার আলাউর এর সভাপতিত্বে ও জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এডভোকেট রঞ্জিত সরকারের পরিচালানায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন সিলেট জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ও সাবেক সংসদ সদস্য শফিকুর রহমান চৌধুরী।

প্রধান বক্তার বক্তব্য রাখেন, সিলেট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সিলেট জেলা পরিষদের চেয়ারম্যান এডভোকেট নাসির উদ্দিন খান।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন, আসন্ন সিলেট সিটি কর্পোরেশন নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত নৌকার প্রার্থী, যুক্তরাজ্য আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আনোয়ারুজ্জামান চৌধুরী, সিলেট জেলা আওয়ামী লীগের সহ সভাপতি এডভোকেট নিজাম উদ্দিন, মহানগর আওয়ামী লীগের সহ সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল খালিক, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সাইফুল আলম রুহেল, তথ্য ও প্রযুক্তি সম্পাদক মবশ্বির আলী, জেলা আওয়ামী লীগের সদস্য ও বালাগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান মোস্তফুর রহমান মফুর, আওয়ামী লীগ নেতা আজহার উদ্দিন জাহাঙ্গীর, আব্দাল মিয়া, আবু লেইছ চৌধুরী, মহানগর আওয়ামী লীগের সদস্য মুক্তার খান, রাহাত তরফদার, জেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক শামীম রশিদ চৌধুরী, আওয়ামী লীগ নেতা বেলাল খান, আব্দুল খালিক, মহানগর যুবলীগের সাধারণ সম্পাদক মুশফিক জায়গীরদার, মহানগর স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক দেবাংশু দাস মিটু, সিলেট জেলা ছাত্রলীগের সভাপতি নাজমুল ইসলাম, সাধারণ সম্পাদক রাহেল সিরাজ, মহানগর ছাত্রলীগের সাধারণ সম্পাদক নাঈম আহমেদ, মহানগর স্বেচ্ছাসেবক লীগের সহ সভাপতি এম রশিদ আহমদ, মহানগর স্বেচ্ছাসেবকলীগ নেতা সুব্রত শামন্ত সরকার, জাহেদুর রহমান চৌধুরী, কামরুল ইসলাম, সঞ্জয় চৌধুরী, জাহেদুর রহমান চৌধুরী, শাহাদাত হুসেন শাহেদ, সাজলু লস্কর প্রমুখ।

এই সংবাদটি পড়া হয়েছে ৭৭ বার

Share Button

Callender

April 2024
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930