শিরোনামঃ-

» কানাইঘাটে গাছবাড়ি-হরিপুর রাস্তার সাইট ভরাট কাজ সরেজমিন পরিদর্শন

প্রকাশিত: ০৪. ফেব্রুয়ারি. ২০২৩ | শনিবার

আমাদের কাঙ্ক্ষিত উন্নয়নকে ত্বরান্বিত করতে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে : হাফিজ আহমদ মজুমদার এমপি

কানাইঘাট প্রতিনিধিঃ

সিলেট-৫ আসনের সংসদ সদস্য হাফিজ আহমদ মজুমদার এম.পি বলেছেন, ২০২২ খ্রিস্টাব্দের ভয়াবহ বন্যায় সিলেটে রাস্তাঘাটের ব্যাপক ক্ষতি সাধিত হয়।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা এসব ক্ষতিগ্রস্থ প্রকল্প সমূহ বাস্তবায়নে বিশেষ বরাদ্দ রেখে এগুলোকে অগ্রাধিকার দিচ্ছেন। এজন্য আমাদের কাঙ্ক্ষিত উন্নয়নকে ত্বরান্বিত করতে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। পাশাপাশি জনপ্রতিনিধিদেরকেও নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করতে হবে।

কানাইঘাটে গাছবাড়ি-হরিপুর রাস্তার সাইট ভরাট কাজ সরেজমিন পরিদর্শনে এসে উপরোক্ত কথাগুলো বলেন।

সিলেট-৫ আসনের সংসদ সদস্য হাফিজ আহমদ মজুমদার এম.পি শনিবার (৪ ফেব্রুয়ারি) দুপুর ১টার সময় উক্ত রাস্তার সাইট ভরাটের কাজ পরিদর্শন করেন।

এ সময় উপস্থিত ছিলেন, জকিগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান লোকমান উদ্দিন চৌধুরী, কানাইঘাট উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল মুমিন চৌধুরী, সিলেট জেলা পরিষদের সদস্য মস্তাক আহমদ পলাশ, সিলেট জেলা আওয়ামীলীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক এমাদ উদ্দিন মানিক, বিশিষ্ট আইনজীবী ও কানাইঘাট উপজেলা আওয়ামীলীগের আইন বিষয়ক সম্পাদক এডভোকেট আব্দুস সাত্তার, জেলা পরিষদের সাবেক সদস্য ইমাম উদ্দিন, রাজাগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাওলানা শামসুল ইসলাম, ঝিঙ্গাবাড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আবু বকর, বানীগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাস্টার লোকমান উদ্দিন, লক্ষীপ্রসাদ পূর্ব ইউপির চেয়ারম্যান তমিজ উদ্দিন, জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি হারুন রশিদ, ইউনিয়ন আওয়ামীলীগ এর সভাপতি আলা উদ্দিন সহ স্থানীয় উপজেলা প্রশাসন, পুলিশ প্রশাসন ও স্থানীয় নেতৃবৃন্দ ।

উল্লেখ্য চলমান অর্থবছরে কাবিটা প্রকল্প হতে গাছবাড়ী-হরিপুর রাস্তার সাইট ভরাটের এ কাজটি সম্পন্ন করা হচ্ছে।

জনগুরুত্বপূর্ন এ রাস্তাটি এলজিইডি কর্তৃক নির্মাণ করা হয়। এর আগে তিনি সকাল ১১ টায় এমপি সেলিম উদ্দিন একাডেমি পরিদর্শন করেন এবং প্রতিষ্ঠানের খোজখবর নেন।

এই সংবাদটি পড়া হয়েছে ১৩৩ বার

Share Button

Callender

April 2024
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930