শিরোনামঃ-

» শাহপরানে কন্যা শাহ (রহ.) ৩৪তম ওরস ১৩ ও ১৪ই ডিসেম্বর

প্রকাশিত: ০৭. ডিসেম্বর. ২০২২ | বুধবার

স্টাফ রিপোর্টারঃ

সিলেটের হযরত শাহপরান (রহ.)-এর মাজার সংলগ্ন আলহাজ্ব শাহ আব্দুল মতিন কদ্রিস শাহ, কন্যা শাহ (র.) দু’দিন ব্যাপী বার্ষিক ওরস মঙ্গলবার (১৩ ডিসেম্বর) শুরু হবে।

দু’দিন ব্যাপী এ ওরস মোবারক আখেরি মোনাজাতের মাধ্যমে শেষ হবে ১৪ ডিসেম্বর বুধবার ভোরে। এবার সিলেটের পরিচিত এ ওলির ৩৪ তম ওফাত দিবস উপলক্ষে এই ওরস মোবারক পালন করা হচ্ছে।

মাজারের খাদেমের মো. আনছার মিয়া জানিয়েছেন, প্রথম দিন ১৩ই ডিসেম্বর মঙ্গলবার বাদ জোহর মিলাদ মাহফিলের মাধ্যমে ওরসের আনুষ্টানিকতা শুরু হবে। এরপর দিনভর খতমে কোরআন, খতমে সফিনা ও বিশেষ মোনাজাতের আয়োজন করা হয়েছে।

প্রথম দিবসের গোটা রাতই জিকির আজকারের মধ্যে পালন করা হবে। তিনি জানান- দ্বিতীয় দিন বুধবার (১৪ ডিসেম্বর) বাদ জোহর গিলাপ ছড়ানো হবে। এরপর জিকির আজকারের পর রাত ৪টায় আখেরি মোনাজাতের মাধ্যমে ওরসের আনুষ্টানিকতা শেষ হবে।

এদিকে, কন্যা শাহ (রহ.) ওরস মোবারকে সিলেটের সর্বস্তরের মানুষের উপস্থিতি কামনা করেছেন, ওরস উদযাপন কমিটির সভাপতি মো. বদরুল ইসলাম।

এছাড়া, কন্যা শাহ (রহ.) এর মাজারের ভক্ত ও আশেকান এবং মুরিদানের উপস্থিত থাকার জন্য বিশেষ ভাবে আহবান করা হয়েছে।

এই সংবাদটি পড়া হয়েছে ২০৯ বার

Share Button

Callender

April 2024
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930