- মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে বাংলাদেশ জাসদ সিলেট জেলা ও মহানগরের শ্রদ্ধা
- মহান স্বাধীনতা দিবসে বিপ্লবী কমিউনিস্ট লীগ সিলেট জেলার শ্রদ্ধা
- মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে বিপিজেএ সিলেটের শ্রদ্ধা নিবেদন
- নাসীহা ফাউন্ডেশন এর কুরআন শিক্ষা কোর্সের ফলাফল ও পুরস্কার বিতরণ সম্পন্ন
- নূরজাহান মেমোরিয়াল মহিলা ডিগ্রি কলেজের মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন
- স্বাধীনতা সংগ্রামের শহীদদের প্রতি সিলেট অনলাইন প্রেসক্লাবের শ্রদ্ধা নিবেদন
- জৈন্তাপুরে পৃথক দোয়া ও ইফতার মাহফিলে মিফতাহ্ সিদ্দিকী
- দক্ষিণ সুরমার পশ্চিম ভাগ এলাকায় এম এ মালিকের পক্ষে ঈদ উপহার সামগ্রী বিতরণ
- সিলেট স্টেশন ক্লাবের উদ্যোগে বীর মুক্তিযোদ্ধাদের সম্মাননা এবং ইফতার মাহফিল অনুষ্ঠিত
- বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি সিলেট ইউনিটের মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন
» কাউন্সিলর তৌহিদ কে ধরতে পুলিশের চিরনী অভিযান চলছে!
প্রকাশিত: ১৩. ফেব্রুয়ারি. ২০২২ | রবিবার

স্টাফ রিপোর্টারঃ
সিলেটের রায়নগর রাজবাড়ি সংখ্যালঘু পরিবারের উপর হামলা ও শিব মন্দিরের ঘটনায় মামলার দায়েরের পর থেকে এসএমপির কোতোয়ালী থানার সাব ইন্সপেক্টর রমা কান্ত দাসের নেতৃত্বে পুলিশ প্রতিদিনই কাউন্সিলর এস এম শওকত আমীন তৌহিদ ও মামলার অন্যান্য আসামীদের ধরতে অভিযান চালাচ্ছে।
রবিবার (১৩ ফেব্রুয়ারী) দুপুরে কাউন্সিলর এস এম শওকত আমীন তৌহিদ এর বাসায় পুলিশ অভিযান চালায়। এর পর ঘটনাস্থলে গিয়ে সাক্ষীদের জবানবন্দী লিপিবদ্ধ করেন তদন্তকারী কর্মকর্তা।
রাজবাড়ী রায়নগর এলাকার মৃত নন্দগোপাল পুরকায়স্থের স্ত্রী স্নিগ্ধা পুরকায়স্থ এর দায়েরকৃত মামলার তদন্তকারী কর্মকর্তা এসএমপির কোতোয়ালী থানার সাব ইন্সপেক্টর রমা কান্ত দাস জানান, মামলার আসামী কাউন্সিলর এস এম শওকত আমীন তৌহিদ ও মামলার অন্যান্য আসামীদের ধরতে আমরা অভিযান চালাচ্ছি। সম্ভাব্য সব স্থানেই অভিযান চলছে।
শনিবার (১২ ফেব্রুয়ারি) বিকেলে ঘটনাস্থল পরিদর্শন করেছেন বাংলাদেশ হিন্দু বৌদ্ধ ঐক্য পরিষদের নেতৃবৃন্দ।
বাংলাদেশ হিন্দু বৌদ্ধ ঐক্য পরিষদের নেতা এডভোকেট প্রদীপ ভট্টাচায্য বলেন, আমরা সরজমিনে ঘটনাস্থল পরিদর্শন করেছি। পরিবর্তীতে আমরা এ ব্যাপারে বিস্তারিত সংবাদ মাধ্যমকে অবহিত করবো।
মৃত নন্দগোপাল পুরকায়স্থের স্ত্রী স্নিগ্ধা পুরকায়স্থ বলেন, পুলিশ আজ আমাদের বাড়িতে এসেছিলো সাক্ষীদের জবানবন্দী নিয়েছেন। মামলা করার পর থেকে অধ্যাবধি কাউন্সিলর এস এম শওকত আমীন তৌহিদ ও তাঁর সন্ত্রাসী বাহিনী মামলা প্রত্যাহারের জন্য আমাকে ও আমার ছেলেদেরকে চাঁপ দিচ্ছে। আমি পরিবার নিয়ে আতঙ্কে আছি। এই কথাগুলো আজ রোববার সকালে আমি বিস্তারিতভাবে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ ঐক্য পরিষদের নেতাদেরকে আবারোও জানিয়েছি। আমি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার হস্তক্ষেপ কামনা করছি। কাউন্সিলর এস এম শওকত আমীন তৌহিদ তাঁর হাউজিং এর জায়গার রাস্তা বের করার জন্য আড়াই বছর থেকে আমাকে চাঁপ দিতে থাকেন। আমি শিবমন্দিরের জায়গা উনাকে না দেওয়ায় তিন শিব মন্দির নিয়ে নাটক করছেন।কাউন্সিলর এস এম শওকত আমীন তৌহিদ ও নানা মামারা ও তার মামাতো ভাইয়েরা ও সে নিজে জামায়াতি ইসলামি বাংলাদেশ ও ইসলামী ছাত্রশিবিরের রাজনীতির সাথে জড়িত। কাউন্সিলর এস এম শওকত আমীন তৌহিদ বর্তমানে আওয়ামী কর্মী সাজার চেষ্টা করছে। এবং অনেক নেতাকে টাকা দিয়ে কিনে ফেলেছে। সে লোকমারফত আমার কাছে খবর পাঠিয়েছে মামলা প্রত্যাহার না করলে আমার বিপদ হবে। আমি বিষয়টি তদন্তকারী কর্মকর্তা আওয়ামীলীগ নেতাদের অবহিত করেছি।
সিলেট নগরের ১৯নং ওয়ার্ডের রায়নগর রাজবাড়ীতে গত ৬ ফেব্রুয়ারি রোববার মধ্যরাতে সংখ্যালঘু এক পরিবারের বাসায় দলবল নিয়ে হামলা ঘটনা ঘটে। হামলার সময় জরুরি সেবা নম্বর ৯৯৯-এ ফোন করে রক্ষা পেয়েছেন বলে জানান ওই পরিবারের সদস্যরা।
এ ঘটনায় বুধবার (৯ ফেব্রুয়ারী) সংখ্যালঘু পরিবারের ওপর হামলার অভিযোগে কাউন্সিলর তৌহিদসহ ৩ জনের বিরুদ্ধে এসএমপির কোতোয়ালি থানায় অভিযোগ দায়ের করা করা হয়েছে।
বুধবার ১৯নং ওয়ার্ডের কাউন্সিলর শওকত আমীন তৌহিদসহ আরো দুজনের নাম অভিযুক্ত করে থানায় এজাহার দায়ের করেছেন হামলায় আহত মৃত নন্দগোপাল পুরকায়স্থের স্ত্রী স্নিগ্ধা পুরকায়স্থ। অভিযোগকৃত আরও দুইজনের নাম হলো, রায়নগর রাজবাড়ী এলাকার মৃত মানিক লাল দের ছেলে মুকুল দে ও নকুল দে।
অভিযোগে বলা হয়, রায়নগর রাজবাড়ি এলাকায় শ্রী শ্রী শিব মন্দিরের পাশে একটি খালি জায়গায় যাওয়ার রাস্তা নির্মাণের জন্য দেবত্তোর সম্পত্তি ক্রয় করার প্রস্তাব দেন স্থানীয় কাউন্সিলর এস এম শওকত আমীন তৌহিদ। মন্দিরের জায়গা হওয়ায় বিক্রি করতে অপারগতা প্রকাশ করলে ক্ষিপ্ত হয়ে বিভিন্নভাবে ভয়ভীতি দেখিয়ে আসছিলেন।
এরই ধারাবাহিকতায় গত শনিবার (৫ ফেব্রুয়ারি) বাড়িতে এসে এলাকা ছাড়ানোর হুমকি দিয়ে যান কাউন্সিলর। পরদিন রবিবার রাত ২টার দিকে কাউন্সিলরের লোকজন কয়েকটি ট্রাক নিয়ে মন্দিরের জায়গায় জোরপূর্বক প্রবেশ করে শক্তির মহড়া দিয়ে ধর্মীয় স্থানের পবিত্রতা নষ্ট করছিল। এসময় আমরা বাধা দিলে দেশীয় অস্ত্র দেখিয়ে ভয়ভতি দেখাতে শুরু করে। অভিযোগে স্নিগ্ধা পুরকায়স্থ আরো উল্লেখ করেন, মধ্যরাতে তাদের আকষ্মিক আক্রমণে বাধা দিলে তারা আমাকে শ্লীলতাহানির চেষ্ঠা করে। এছাড়া এলোপাথারি মারধর করে আহত করে। তাদের হামলায় আমার দুই ছেলেও আহত হয়েছেন। পরে তারা আমার বাসার গেইট ভাঙার চেষ্ঠা করে। অবস্থা বেগতিক দেখে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করি। পরে পুলিশ আসার খবর পেয়ে তারা পালিয়ে যায়।
মন্দিরের সেবায়েত পরিবারের সদস্য মৃত নন্দগোপাল পুরকায়স্থের ছেলে প্রীতিরাজ পুরকায়স্থ বলেন, মূলত আমাদের বাসা ও মন্দিরের পাশে একটি হাউজিং প্রকল্পের রাস্তা নির্মানের জন্য মন্দিরের জায়গা দখলের পাঁয়তারা করছিলেন তিনি। জায়গাটি নিতে আমাদের সাথে বেশ কয়েকবার যোগাযোগ করেন। কিন্তু মন্দিরের জায়গা হওয়ায় আমরা তাকে না করে দেই। এতে তিনি ক্ষুব্দ হয়ে দেখে নেওয়ার হুমকি দেন।
প্রীতিরাজ পুরকায়স্থ আরও বলেন, গত বছর আমরা পারিবারিক উদ্যোগে মন্দিরের সংস্কার কাজের জন্য কাউন্সিলরের অনুমতি নিতে চাইলে তিনি বলেন-মন্দিরের কাজের অনুমতি লাগবে না। তার মৌখিক নির্দেশে মন্দিরের সংস্কার কাজ শুরু করলে পরবর্তীতে সিলেট সিটি কর্পোরেশনের (সিসিক) প্রকৌশলী এসে অবৈধ স্থাপনা উল্লেখ করে কাজ বন্ধ করে দেন। পরবর্তীতে প্রায় সাত মাস আগে সিসিকের অনুমতির জন্য সংস্কার কাজের নকশা তৈরি করে আবেদন করি। কিন্তু এখন পর্যন্ত সংস্কার কাজের অনুমতি দেয়নি সিসিক। এমনকি সিসিকের পক্ষ থেকে মন্দির পরিদর্শন করতেও যাওয়া হয়নি।
প্রীতিরাজ অভিযোগ করে বলেন, তিনমাস আগে সিসিকের প্রকৌশলী ও সার্ভেয়ারসহ বেশ কয়েকজন তাদের বাসায় আসেন কাউন্সিলর। এ সময় তিনি কার অনুমতি নিয়ে মন্দিরে সংস্কার কাজ করা হচ্ছে জানতে চান। এসময় তার (কাউন্সিলরের) মৌখিক অনুমতি নিয়ে কাজ করা হচ্ছে বলায় ক্ষিপ্ত হয়ে শওকত বলেন-তোমরা কী এই এলাকার মালিক হয়ে গেছো? পাঁচ বছর ধরে আমি এই এলাকার মালিক। যতদিন আমি কাউন্সিলর থাকবো ততদিন আমার হুকুম ছাড়া এখানে গাছের একটি পাতাও নড়বে না। এসময় তাদেরকে এলাকা ছাড়া করে ভারতে পাঠিয়ে দেওয়ার হুমকি দিয়ে যান তিনি।
এ ব্যাপারে সিসিকের কাউন্সিলর এস এম শওকত আমীন তৌহিদ বলেন, এটা আমার সমস্যা না, হিন্দু সম্প্রদায়ের লোকদের সমস্যা। তারা মূর্তি রাখা নিয়ে ঝামেলা করেছে। আমি পুলিশকে খবর দেই। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ যাওয়ার পরে আমি যাই। আমি কোনো হামলা করিনি। যারা এ ধরণের অভিযোগ দিয়েছে সেগুলো মিথ্যে। মন্দিরের জায়গা দখল প্রসঙ্গে তিনি বলেন, আমি কেন জায়গা দখল করবো। এখানে তো রাস্তা আছে। আর যে জায়গার (প্রকল্প) জন্য রাস্তা বানানোর কথা বলা হচ্ছে যে জায়গা অনেক দুরে। এগুলো তাদের মনগড়া অভিযোগ।
এসএমপির কোতোয়ালি থানায় যে মামলা করছেন তার নাম্বার ১৬৩৩/৯/৪।
এবিষয়ে এসএমপির কোতোয়ালি থানার ওসি মোহাম্মদ আলী মাহমুদ বলেন, আসামীদের ধরতে নগরজুড়ে অভিযান অব্যাহত আছে।
এই সংবাদটি পড়া হয়েছে ২৩৯ বার
সর্বশেষ খবর
- মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে বাংলাদেশ জাসদ সিলেট জেলা ও মহানগরের শ্রদ্ধা
- মহান স্বাধীনতা দিবসে বিপ্লবী কমিউনিস্ট লীগ সিলেট জেলার শ্রদ্ধা
- মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে বিপিজেএ সিলেটের শ্রদ্ধা নিবেদন
- নাসীহা ফাউন্ডেশন এর কুরআন শিক্ষা কোর্সের ফলাফল ও পুরস্কার বিতরণ সম্পন্ন
- নূরজাহান মেমোরিয়াল মহিলা ডিগ্রি কলেজের মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন
সর্বাধিক পঠিত খবর
- হত্যা না করেও ২৬ জনের উপর হত্যা মামলার করলো আওয়ামী লীগ
- সুনামগঞ্জ জেলায় নির্বাচনী হাওয়া; সরেজমিন প্রতিবেদন
- জেলা ছাত্রলীগের সহ-সভাপতি শাহীন আলী গ্রেফতার; উত্তাল দক্ষিণ সুরমা
- তালাকনামা জালিয়াতির দায়ে বিশ্বনাথে কাজী গ্রেফতার; ৭ জন আসামীর উপর গ্রেফতারী পরোয়ানা জারী
- কিডনী রোগীদের জরুরী তথ্য কণিকা জানা আবশ্যক
এই বিভাগের আরো খবর
- মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে বাংলাদেশ জাসদ সিলেট জেলা ও মহানগরের শ্রদ্ধা
- মহান স্বাধীনতা দিবসে বিপ্লবী কমিউনিস্ট লীগ সিলেট জেলার শ্রদ্ধা
- মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে বিপিজেএ সিলেটের শ্রদ্ধা নিবেদন
- নাসীহা ফাউন্ডেশন এর কুরআন শিক্ষা কোর্সের ফলাফল ও পুরস্কার বিতরণ সম্পন্ন
- নূরজাহান মেমোরিয়াল মহিলা ডিগ্রি কলেজের মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন