শিরোনামঃ-

» চারখাই নয়াগ্রাম পূর্ব জামে মসজিদ’র ওয়াজ মাহফিল শনিবার

প্রকাশিত: ০৬. জানুয়ারি. ২০২২ | বৃহস্পতিবার

বিয়ানীবাজার প্রতিনিধিঃ
বিয়ানীবাজার উপজেলার নয়াগ্রাম চারখাই পূর্ব জামে মসজিদ এর ৮ম বার্ষিকী ওয়াজ মাহফিল শনিবার (৮ জানুয়ারি) সকাল ১০টা থেকে মধ্যরাত পর্যন্ত মসজিদ মাঠ সংলগ্নে অনুষ্ঠিত হবে।
ঝিংগাবাড়ি ফাজিল মাদ্রাসার প্রিন্সিপাল হযরত মাওলানা হাফিজুর রহমান এর সভাপতিত্বে প্রধান অতিথির বয়ান বাদ মাগরিব পেশ করবেন হযরত মাওলানা আব্দুল আউয়াল ফয়ছল বিন তাহেরী (কুমিল্লা), বিশেষ অতিথির বয়ান রাত ৯টায় পেশ করবেন হযরত মাওলানা নিজাম উদ্দিন সিদ্দিকি (ঢাকা)।
আমন্ত্রিত উলামায়ে কেরামদের মধ্যে বাদ এশা বয়ান পেশ করবেন নাইযরপুর জামে মসজিদের খতিব হযরত মাওলানা নাজমুদ্দিন কাশিমী, বাদ এশা বয়ান পেশ করবেন হযরত মাওলানা কবির আহমদ (ছাতকী), আখেরী মোনাজাত পরিচালনা করবেন হযরত মাওলানা আব্দুর রহমান আজ্জাদ (সাহেব জাদায়ে বরুনী), বয়ান পেশ করবেন হযরত মাওলানা হাফিজ আলতাফ হোসেন (নয়াগ্রম কেন্দ্রীয় জামে মসজিদ), বয়ান পেশ করবেন হযরত মাওলানা হাফিজ ক্বারী জামাল উদ্দিন (আদিত্বপুর নাজির বাজার সিলেট), হযরত মাওলানা রুহুল আমীন চতুলী (ইমাম ও খতিব বাক্ষণগ্রাম পশ্চিম জামে মসজিদ), হযরত মাওলানা খালিদ আহমদ (শিকারপুরী), হযরত মাওলানা আবুল কালাম  (ইমাম ও খতিব  তরং জামে মসজিদ), আরোও দেশ বরেণ্য উলামায়ে কেরামগণ বয়ান পেশ করবেন। এতে সবাইকে যথাসময়ে উপস্থিত থাকার জন্য দাওয়াত প্রদান করছেন নয়াগ্রাম এলাকাবাসী।
ইসলামী সংগীত পরিবেশন করবেন গাউসুল মদিনা সিলেট শিপ্লী গোষ্ঠির হাফিজ ক্বারী মোহাম্মদ আলী। বিশিষ্ট ব্যবসায়ী মো. ফয়জুর রহমানের সহযোগিতায় লিফলেট তৈরি করা হয়।

এই সংবাদটি পড়া হয়েছে ৫৬০ বার

Share Button

Callender

January 2025
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031