শিরোনামঃ-

» হযরত মতিন (রহঃ) কদ্রিছ শাহ, কন্যা শাহ (রহঃ) বাৎসরিক ওরশ মোবারক শনিবার শিন্নী বিতরণের মাধ্যমে সম্পন্ন

প্রকাশিত: ২৪. ডিসেম্বর. ২০২১ | শুক্রবার

স্টাফ রিপোর্টারঃ

আলহাজ্ব হযরত শাহ আব্দুল মতিন (রহঃ) মাজার শরীফ ওয়াকফ এস্টেটের খাদেম মোহাম্মদ আনছার মিয়া জানান, আজ শুক্রবার ১৯ জমাদিউল আউয়াল ২৪ ডিসেম্বর বাদ জুম্মা ২টায় মাজারে গিলাফ চড়ানো, সারারাত জিকির আজকে রাত ৪টায় শেষ মোনাজাত, বাদ ফজর (শিরনী) তবারক বিতরণ করা হবে।

তিনি জানান আগামীকাল শনিবার (২৫ ডিসেম্বর) ফযরের নামাজের পর মিলাদ ও শিন্নী বিতরণের মাধ্যমে সম্পন্ন হবে।

সিলেট পীর মঞ্জিল শাহ পরান (রহঃ) দরগাহ্-ই-আলহাজ্ব হযরত শাহ আব্দুল মতিন (রহঃ) কদ্রিছ শাহ ওরফে কন্যা শাহ (রহঃ) ৩৩ তম বাৎসরিক পবিত্র ওরশ মোবারক এর প্রথম দিনে বৃহস্পতিবার (২৩ ডিসেম্বর) মাজার প্রাঙ্গনে বাদ যোহর মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৩ ডিসেম্বর) ফজরের পর থেকে গিলাফ ছড়ানো, কোরআনে খতম হয়েছে। বাদ এশা মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে।

বৃহস্পতিবার ১৮ জমাদিউল আউয়াল ২৩ শে ডিসেম্বর ২১ ইং, বাদ জোহর মিলাদ মাহফিল, খতমে কুরআন খতমে সফিনা ও বিশেষ মোনাজাত এবং সারারাত জিকির-আজকার অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার ১৮ ও ১৯ জমাদিউল আউয়াল ১৪৩৩ হিজরি, বৃহস্পতিবার (২৩ ডিসেম্বর) ও শুক্রবার (২৪ ডিসেম্বর) আলহাজ্ব হযরত শাহ আব্দুল মতিন (রহঃ) কদ্রিছ শাহ ওরফে কন্যা শাহ সাহেবের মহাপবিত্র ৩৩ তম বাৎসরিক উরুস মোবারকে সারাদেশ থেকে হাজার ভক্ত আশেকানরা এসছেন।

এই সংবাদটি পড়া হয়েছে ১৫৯ বার

Share Button

Callender

April 2024
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930