শিরোনামঃ-

» জাতীয় শোক দিবস উপলক্ষে বাংলাদেশ বৌদ্ধ যুব পরিষদ সিলেটের খাদ্য সামগ্রী বিতরণ

প্রকাশিত: ১৩. আগস্ট. ২০২১ | শুক্রবার

স্টাফ রিপোর্টারঃ

মরণঘাতক ভাইরাস কোভিড-১৯ এর দ্বিতীয় ঢেউ প্রতিরোধে বাংলাদেশ সরকার কর্তৃক আরোপিত চলমান লকডাউন কর্মসূচিতে সংকটে পতিত জাতিবর্গের উদ্দেশ্যে চট্টগ্রাম জেলার মীরসরাই উপজেলাধীন দমদমা গ্রামের ধর্মপ্রাণ উপাসক স্বর্গীয় সুদর্শন বড়ুয়া এবং ত্বদীয় স্ত্রী স্বর্গীয় পারুল বড়ুয়ার স্মরণে তাদের সুযোগ্য সন্তান বাংলাদেশ বৌদ্ধ যুব পরিষদ (বাবৌযুপ)র জাতীয় কমিটির মহাসচিব অধ্যাপক সরোজ বড়ুয়ার অর্থায়নে শুক্রবার (১৩ আগস্ট) জাতীয় শোক দিবস উপলক্ষে সিলেটে বাংলাদেশ বৌদ্ধ যুব পরিষদ সিলেট অঞ্চল’র সভাপতি উৎফল বড়ুয়ার সভাপতিত্বে নগরীর লামাপাড়া ঘাসিঠুলা এলাকায় খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।

খাদ্য সহায়তা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার বদরুল ইসলাম শোয়েব, উদ্বোধক হিসাবে উপস্থিত বক্তব্য রাখেন, সিলেট মহানগর আওয়ামীলীগ সাংগঠনিক সম্পাদক ডাঃ আরমান আহমদ শিপলু।

বিশেষ অতিথি ছিলেন, সিলেট চট্টগ্রাম ফ্রেন্ডশীপ ফাউন্ডেশন’র প্রতিষ্টাতা আহবায়ক মোঃ শহীদুল ইসলাম, সমাজ কর্মী মোঃ হুমায়ুন কবির, আব্দুল মালেক।

আরো উপস্থিত ছিলেন, বাংলাদেশ বৌদ্ধ যুব পরিষদ সিলেট অঞ্চল’র উপদেষ্টা সাধন কুমার চাকমা, অংশুপ্রু মারমা, সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার রানা বড়ুয়া, পলাশ বড়ুয়া, শিমুল বড়ুয়া, সুপ্লব বড়ুয়া, ইমন বড়ুয়া, লুনা বড়ুয়া, শেলু বড়ুয়া, বেলাল হোসেন, অপরাজিত বড়ুয়া অহন, সীমান্ত বড়ুয়া জয়, শাহারিয়ার ইসলাম, শিপন আহমেদ, কায়উম আহম্মেদ, মুবাশ্বির আলম, নাহিদা আরজু ফাইজিয়া প্রমুখ।

খাদ্য সহায়তা কর্মসুচি বাস্তবায়নে ছিলেন, বাংলাদেশ বৌদ্ধ যুব পরিষদ (বাবৌযুপ)-সিলেট অঞ্চল সহায়তাদান করেন।

অনুষ্ঠানে বক্তারা বক্তব্য বলেন, বৈশ্বিক মহামারি করোনাকালীন সময়ে সকলকে সচেতন থাকা, বিধি নিয়ম মেনে চলা, মাস্ক ব্যবহার করা, যথাসময়ে করোনা টিকা নেওয়ার কথা বলেন।

তিনি আরো বলেন, আমাদের এখন প্রয়োজন নৈতিকতা সম্পন্ন আলোকিত মানবিক গুণাবলি সম্পন্ন মানুষ। আর আমরা সবাই যদি নৈতিকতা সম্পন্ন আলোকিত মানবিক গুণাবলি সম্পন্ন হয়ে স্ব স্ব অবস্থান থেকে দেশে গরীব, দুঃখী, অসহায় মানুষের কল্যানে এগিয়ে যেতাম তাহলে সম্ভাবনার বাংলাদেশ আরো অনেক দূর এগিয়ে যেত।

এই সংবাদটি পড়া হয়েছে ১৫৫ বার

Share Button

Callender

March 2024
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031