শিরোনামঃ-

» প্রহসনের নির্বাচন বাতিলের দাবীতে দক্ষিণ সুরমায় যুবদল ও ছাত্রদলের বিক্ষোভ মিছিল

প্রকাশিত: ২৩. জুন. ২০২১ | বুধবার

দক্ষিণ সুরমা প্রতিনিধিঃ

সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি ও দেশ নায়ক তারেক রহমান সহ নেতৃবৃন্দের মিথ্যা মামলা প্রত্যাহার ও সিলেট-৩ আসনে প্রহসনের উপ-নির্বাচন বাতিলের দাবীতে বিক্ষোভ মিছিল করেছে দক্ষিণ সুরমা, বালাগঞ্জ, ফেঞ্চুগঞ্জ যুবদল, ছাত্রদল ও অঙ্গসংগঠন।

বুধবার (২৩ জুন) বিকেলে এ বিক্ষোভ মিছিলে বিপুল সংখ্যক যুবদল, ছাত্রদল সহ সহযোগী সংগঠনের বিপুল নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। বিক্ষোভ মিছিলটি দক্ষিণ সুরমার মারকাজ পয়েন্ট থেকে শুরু করে ক্বীনব্রীজ মুখ এসে এক সংক্ষিপ্ত সভা অনুষ্ঠিত হয়।

দক্ষিণ সুরমা উপজেলা যুবদলের আহ্বায়ক বাবর আহমদ রনির সভাপতিত্বে ও সিনিয়র যুগ্ম আহ্বায়ক মকসুদুল করিম নোহেল এবং ফেঞ্চুগঞ্জ উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আহমেদ জিলু চেয়ারম্যানের যৌথ পরিচালনায় বিক্ষোভ মিছিল পরবর্তী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে সিলেট জেলা যুবদলের সদস্য সচিব মকসুদ আহমদ বলেছেন, দেশনেত্রীর শারীরিক অবস্থা দ্রুত অবনতিশীল হচ্ছে। কিন্তু এতদসত্ত্বেও বেগম জিয়ার প্রতি প্রতিহিংসাপরায়ণ সরকার ও সরকারপ্রধানের নিষ্ঠুর আচরণ যেন থামছেই না। দেশে আইনের শাসন নেই বলেই দেশনেত্রী খালেদা জিয়াকে অন্যায়ভাবে মিথ্যা মামলায় জড়িয়ে রেখেছে প্রতিহিংসাপরায়ণ বর্তমান সরকার প্রধান।

বিনাভোটে জোর করে রাষ্ট্রক্ষমতা দখলকারী বর্তমান শাসকগোষ্ঠী ভালোভাবেই জানে যে, ক্ষমতা হারালে জুলুম-নির্যাতনের ন্যায্য হিস্যা জনগণ আদায় করে ছাড়বে। আগামী রাষ্ট্রনায়ক দেশনায়ক তারেক রহমান ও নেতৃবৃন্দের উপর সকল মিথ্যামামলা প্রত্যাহার করতে হবে।

পাশাপাশি তিনি সিলেট-৩ আসনে প্রহসনমূলক নির্বাচন বাতিলের দাবী জানান এবং অবিলম্বে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার উন্নত চিকিৎসার জন্য দেশের বাহিরে যাওয়ার অনুমতি প্রদানের দাবী জানান।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সিলেট জেলা যুবদলের আহ্বায়ক কমিটির সদস্য ওলিউর রহমান, ফখরুল ইসলাম রুমেল।

অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন, ফেঞ্চুগঞ্জ উপজেলা যুবদলের আহ্বায়ক আব্দুল কাদির জিলা, বালাগঞ্জ উপজেলা যুবদলের আহ্বায়ক ফয়জুল হক মেম্বার, সিনিয়র যুগ্ম আহ্বায়ক সেলিম আহমদ, জেলা ছাত্রদলের সহ সভাপতি জহরুল ইসলাম রাসেল, মিনার হোসেন লিটন, বাবর আহমদ, যুগ্ম সম্পাদক জুবায়ের আহমদ লিলু, দক্ষিণ সুরমা উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আজমল হোসেন তুহিন, কাওছার আহমদ নামর, আনহার আহমদ মারনুস, মন্ঠু কুমার নাথ, হুমায়ুন রশিদ, নাজির আহমদ, ফয়সল আহমদ বাবলু, সাহেল আহমদ, আফজল হোসেন মুন্না, রাসেল আহমদ, মুনাইয়েম খান মুন্না, মিসবাহ উদ্দিন, নুরুল হোসনে সুজন, ফেঞ্চুগঞ্জ উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক রিমু হাসান রিমু, আতিক চৌধুরী, দক্ষিণ সুরমা উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মিজানুর রহমান, সদস্য সচিব আবু বক্কর সিদ্দিক, বালাগঞ্জ উপজেলা ছাত্রদলের সদস্য সচিব জাহাঙ্গীর আলম, ফেঞ্চুগঞ্জ উপজেলা ছাত্রদলের সদস্য সচিব আল মারুফ, দক্ষিণ সুরমা উপজেলা যুবদলের সদস্য কয়েস আহমদ, আশরাফ আহমদ, মঞ্জুর আহমদ, রিপন আহমদ, আফজল আলী তালুকদার, আশরাফ আহমদ, দিলোয়ার হোসেন, সাজিব আহমদ, পাবেল আহমদ, রাজু আহমদ, রাজন আহমদ, খলিল আহমদ, সাইদুর রহমান সাহেদ, রাজভীর আহমদ, দক্ষিণ সুরমা ছাত্রদলে যুগ্ম আহ্বায়ক সজিব আহমদ, আব্দুল মোজাক্কির ফাহিম, জুবের আহমদ, মোহন আহমদ, জামিল আহমদ, দক্ষিণ সুরমা উপজেলা ছাত্রদলের আহ্বায়ক কমিটির সদস্য শিপন আহমদ, কামরনা আহমদ, সায়েম আহমদ, রাশেদ আহমদ, মোমিন আহমদ, নাইম আহমদ, জামিল, ইরাম, সুয়েব, রিয়াদ, ফুয়াদ প্রমুখ।

এই সংবাদটি পড়া হয়েছে ১৯০ বার

Share Button

Callender

April 2024
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930