» অসহায় কৃষকের ধান কেটে দিলো সিলেট জেলা যুবলীগ

প্রকাশিত: ২৪. এপ্রিল. ২০২১ | শনিবার

স্টাফ রিপোর্টারঃ

সারাদেশের ন্যায় সিলেটেও ধান কাটা শুরু হয়েছে। তবে করোনা মহামারিতে লকডাউনের কারণে যানবাহন বন্ধ থাকায় কৃষি শ্রমিক সংকটে পড়েছেন কৃষকরা।

এজন্য সময় পেরিয়ে গেলেও পাকা ধান ঘরে তুলতে পারছেন না অনেক কৃষক। এ অবস্থায় কৃষকের পাশে দাঁড়িয়েছে সিলেট জেলা যুবলীগের নেতাকর্মীরা।

শনিবার (২৪ এপ্রিল) সকালে সিলেটের জালালাবাদ থানার কারইল বিল এলাকার কৃষক জাহেদ আহমদ এর ২ বিঘা জমির ধান কেটে বাড়িতে পৌঁছে দিয়েছেন সিলেট জেলা যুবলীগের নেতাকর্মীরা। এতে যুবলীগের প্রায় ৪০-৪৫ জন নেতাকর্মী অংশ নেন।

জেলা যুবলীগের সভাপতি শামীম আহমদ ভিপি বলেন, বঙ্গবন্ধু কন্যা রাষ্ট্রনায়ক শেখ হাসিনা ইতিমধ্যে সারা দেশের কৃষকের পাশে দাড়ানোর জন্য সকল সহযোগী সংগঠনকে আহবান জানিয়েছেন।

সেই আহবানে আমাদের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ ও সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খাস নিখিলের নির্দেশে আমরা জেলা যুবলীগের নেতা কর্মীরা অসহায় কৃষকের পাশে দাড়িয়েছি।

তিনি বলেন,করোনা মহামারিতে কৃষকরা যখন তাদের পাকাধান কাটা নিয়ে শঙ্কায় আছেন, তখন তাদের পাশে এসে দাঁড়িয়েছে বাংলাদেশ আওয়ামী যুবলীগ। আমরা কৃষক জাহেদ আহমদ এর দুই বিঘা জমির ধান কেটে দিয়েছি। এতে তার মুখে স্বস্তির হাসি দেখে সত্যিই আমাদের ভালো লেগেছে।

জেলা যুবলীগের সাধারণ সম্পাদক মো. শামীম আহমদ ভিপি বলেন,আমরা কেন্দ্রের নির্দেশনা পেয়ে যুবলীগের সকল নেতা কর্মীকে নিয়ে অসহায় কৃষকের পাশে দাড়িয়েছি।আমরা আমাদের নেতা কর্মীদের মাধ্যমে বিভিন্ন যায়গা থেকে তথ্য নিচ্ছি। যেখানেই কোন কৃষক ভাই সমস্যায় পড়বেন সেখানেই আমরা জেলা যুবলীগের নেতা কর্মীদের নিয়ে সেই কৃষক ভাইয়ের পাশে দাড়াবো।

কৃষক জাহেদ আহমদ বলেন, দুঃসময়ে যুবলীগের নেতাকর্মীরা আমার পাশে এসে দাঁড়িয়েছেন। এজন্য আমি তাদের প্রতি কৃতজ্ঞ। তাদের এ অবদান সবসময় মনে থাকবে।

এসময় সিলেট জেলা যুবলীগের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য,করোনা ভাইরাসের মহামারি ঠেকাতে দেশজুড়ে চলছে লকডাউন। এমন অবস্থায় অসহায় কৃষকের পাশে দাঁড়াতে আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনগুলো নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেই নির্দেশের আলোকে সারাদেশে কৃষের পাকা ধান কেটে দিয়েছে আওয়ামীলীগে সহযোগী সংগঠনের নেতা কর্মীরা।

আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশ পালনের জন্য দলীয় নেতাকর্মীদের আহবান জানিয়েছেন যুবলীগ চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ ও সাধারণ সম্পাদক আলহাজ্ব মোঃ মাইনুল হোসেন খাঁন নিখিল।

তাদের নির্দেশনার আলোকে সারাদেশের ন্যায় সিলেটও কৃষকের ধান কেটে দিয়ে বাড়ি পর্যন্ত পৌছে সিলেট জেলা যুবলীগ।

এই সংবাদটি পড়া হয়েছে ১৯০ বার

Share Button

Callender

April 2024
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930