শিরোনামঃ-

» ৭ মার্চের প্রতিটি বাক্য বাঙালির অনুপ্রেরণার উৎস : সরওয়ার হোসেন

প্রকাশিত: ০৭. মার্চ. ২০২১ | রবিবার

স্টাফ রিপোর্টঃ
দৈনিক শুভ প্রতিদিন পত্রিকার সম্পাদক ও প্রকাশক, জেলা আওয়ামীলীগের সদস্য সরওয়ার হোসেন বলেছেন, আজকে আমাদের বাঙালীদের জন্য একটি ঐতিহাসিক দিন।

“জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৭ মার্চের ভাষণ পৃথিবীর অন্যতম শ্রেষ্ট ভাষণ। এই ভাষণ আজও স্বাধীনতাকামী মানুষের কাছে অনুপ্রেরণা হয়ে আছে।”

ঐতিহাসিক ৭ মার্চ উপলক্ষে সিলেট ট্যুরিস্ট পুলিশের আলোচনা সভা ও বাংলাদেশ এলডিসি থেকে উন্নয়নশীল দেশে উত্তোরনে জাতিসংঘের চুড়ান্ত সুপারিশ প্রাপ্তিতে আনন্দ উদযাপন অনুষ্ঠানে সম্মানিত অতিথির বক্তব্য রাখতে গিয়ে তিনি এ কথা বলেন।

সরওয়ার হোসেন বলেন, “৭ মার্চের বক্তব্যের প্রতিটি শব্দ, প্রতিটি বাক্য আমাদের বারবার অনুপ্রেরণা জাগিয়ে তোলে। এটি আমাদের অনুপ্রেরণার উৎস। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৭ মার্চের বক্তব্যের আবেদন অপরিসীম।

এ বক্তব্য বিশ্বব্যাপী স্বাধীনতা অনুরাগী মানুষের অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে।” এ ভাষণেই উজ্জীবিত হয়ে বাংলার মুক্তিকামী জনতা স্বাধীনতার যুদ্ধে ঝাপিয়ে পড়ে বিজয় চিনিয়ে এনেছিল। তিনি আরো বলেন, বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা তারই পথে হেটে এদেশের মানুষকে দারিদ্র্য থেকে মুক্তি দিয়েছেন।

তারই প্রচেষ্টায় বাংলাদেশ এলডিসি থেকে উন্নয়নশীল দেশে উত্তোরনের জাতিসংঘের চুড়ান্ত সুপারিশ প্রাপ্তি লাভ করেছে।

রবিবার (৭ মার্চ) বিকেলে সিলেট ট্যুরিস্ট পুলিশের শেখঘাট কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে পুলিশ সুপার (ট্যুরিস্ট পুলিশ) মোঃ আলতাফ হোসেন (পিপিএম)’র সভাপতিত্বে ও পুলিশ পরিদর্শক হাবিবুর রহমানের সঞ্চালনায় বক্তব্য রাখেন, ট্যুরিস্ট পুলিশের এডিশনাল এস পি মোঃ হাসান ইকবাল চৌধুরী, ট্যুরিস্ট পুলিশের পরিদর্শক আখতার হোসেন, ট্যুরিস্ট ক্লাবের সভাপতি হুমায়ুন কবির লিটন, ইসমত হানিফা চৌধুরী, দৈনিক শুভ প্রতিদিন’র ব্যবস্থাপনা সম্পাদক ফয়সাল আহমেদ মুন্না এবং ট্যুরিস্ট পুলিশের সদস্যবৃন্দ। অনুষ্ঠানের শুরুতেই পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন এ এস আই সিহাব উদ্দিন চৌধুরী।

এই সংবাদটি পড়া হয়েছে ৩৩৫ বার

Share Button

Callender

April 2024
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930