শিরোনামঃ-

» জাতীয় শ্রমিকলীগ সিলেট জেলা’র শ্রমিক সমাবেশ

প্রকাশিত: ১৩. জানুয়ারি. ২০২১ | বুধবার

শেখ হাসিনার নেতৃত্ব এবং যুগান্তকারী পদক্ষেপ  বাস্তবায়নের  মাধ্যমে বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়ে তোলার আহবান : আওয়ামীলীগের কেন্দ্রীয় শ্রম ও জনশক্তি সম্পাদক হাবিবুর রহমান সিরাজ

স্টাফ রিপোর্টারঃ
আওয়ামীলীগের কেন্দ্রীয় শ্রম ও জনশক্তি সম্পাদক হাবিবুর রহমান সিরাজ বলেছেন আমরা বঙ্গবন্ধুর নেতৃত্বে দেশ স্বাধীন করেছি শেখ হাসিনার নেতৃত্বে ঐক্যবদ্ধ থেকে স্বৈরাচারের পতন ঘটিয়ে গণতন্ত্র ফিরিয়ে এনেছি।

শ্রমিকদের অধিকার বাস্তবায়নের জন্য বঙ্গবন্ধু শ্রমিকলীগ প্রতিষ্টা করেছিলেন।

শ্রমিকলীগের প্রতিটি কর্মী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে এবং যুগান্তকারী পদক্ষেপ  বাস্তবায়নের মাধ্যমে বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়ে তোলার জন্য ঐক্যবদ্ধ হওয়ার আহবান জানান্।  জাতীয় শ্রমিক লীগ সিলেট জেলা শাখার উদ্যোগে নবনির্বাচিত কেন্দ্রীয় নির্বাহী কমিটির নেতৃবৃন্দ পূণ্যভূমি সিলেটের আগমন উপলক্ষে আয়োজিত শ্রমিক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

বুধবার (১৩ জানুয়ারি) সিলেট জেলা পরিষদ মিলনায়তনে জাতীয় শ্রমিক লীগ সিলেট জেলা শাখার উদ্যোগে  জেলা সভাপতি প্রকৌশলী এজাজুল হক এর সভাপতিত্বে এক শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত হয়।

জেলা সাধারণ সম্পাদক শামীম রশীদ চৌধুরী পরিচালনায় শ্রমিক সমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় শ্রমিক লীগের ভারপ্রাপ্ত সভাপতি বীর মুক্তিযোদ্ধা নুর কুতুব আলম মান্নান, কার্যকরি সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলাউদ্দিন মিয়া, কেন্দ্রীয় সহসভাপতি তোফায়েল আহমেদ, সহ-সভাপতি মুশিকুর রহমান, সহসভাপতি মোঃ আশকার ইবনে শায়েখ খাজা, কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক সুলতান আহমদ, কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা বি এম জাফর কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মোঃ আনিছুর রহমান, কেন্দ্রীয় আন্তর্জাতিক সম্পাদক মোতালেব হাওলাদার, কেন্দ্রীয় অর্থ সম্পাদক মহিউদ্দিন, কেন্দ্রীয় ট্টেড ইউনিয়ন বিষয়ক সম্পাদক মোঃ ফিরুজ হোসাইন। সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, জেলা শ্রমিক লীগের সহ-সভাপতি আব্দুল জলিল,সহ-সভাপতি সিরাজুল ইসলাম,সহসভাপতি মোহাম্মদ হারুন সহ-সভাপতি আজিজুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর খান, যুগ্ম সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম সিরু, সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম, অর্থ সম্পাদক সুশান্ত দেব, শ্রমিক কল্যান সম্পাদক মিজানুর রহমান, সহ-সম্পাদক নুর এ আলম, সহসম্পাদক রফিক আহমদ, সহসম্পাদক সমরেন্দ্র সিংহ, সদর উপজেলা শ্রমিক লীগের সভাপতি মকবুল হোসেন খান, সাধারণ সম্পাদক ফয়ছল মাহমুদ, দক্ষিণ সুরমা উপজেলা শ্রমিক লীগের সভাপতি আনোয়ার হোসেন মাস্টার ও সাধারন সম্পাদক আব্বাছ আলী, কানাইঘাট উপজেলা শ্রমিক লীগের সভাপতি জসিম উদ্দিন ও সাধারন সম্পাদক জুনেদ আহমদ জীবান, গোয়াইনঘাট উপজেলা শ্রমিক লীগের সভাপতি মাসুক আহমদ ও সাধারন সম্পাদক শাহীন আহমদ, বিশ্বনাথ উপজেলা শ্রমিক লীগের সভাপতি আমীর আলী ও সাধারন সম্পাদক হাবিবুর রহমান হাবিব, জেন্তাপুর উপজেলা শ্রমিক লীগের সভাপতি ফারুক আহমেদ ও সাধারন সম্পাদক শওকত আহমদ প্রমূখ।

জাতীয় শ্রমিকলীগের কেন্দ্রীয় ভারপ্রাপ্ত সভাপতি নুর আলম মান্নান বলেন, হযরত শাহজালাল (র:) ও হযরত শাহজালাল (র:) মাজার জিয়ারতের মাধ্যমে জাতীয় শ্রমিক লীগের কেন্দ্রীয় সাংগঠনিক কার্যক্রম শুরু হলো গণতান্ত্রিকভাবে শ্রমিক লীগ চলবে পবিত্র মাটি থেকে আমরা এ শপথ গ্রহন করলাম সবাইকে ঐক্যবদ্ধ হয়ে সহযোগীতার আহ্বান জানান।

এই সংবাদটি পড়া হয়েছে ৩৫৬ বার

Share Button

Callender

April 2024
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930