শিরোনামঃ-

» আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের পূনর্মিলনীতে বক্তারা; শিক্ষার্থীদের মানুষের মতো মানুষ হতে হবে

প্রকাশিত: ০১. মার্চ. ২০২৪ | শুক্রবার

দক্ষিণ সুরমা প্রতিনিধিঃ

সিলেটের দক্ষিণ সুরমার সিলাম ইউনিয়নের আদর্শ উচ্চ বিদ্যালয় রুস্তমপুরের ৪৩ বছর পূর্তি উপলক্ষ্যে বর্ণাঢ্য আয়োজনে অনুষ্ঠিত হলো প্রাক্তন শিক্ষার্থীদের পূনর্মিলনী অনুষ্ঠান।

শুক্রবার (১ মার্চ) দিনব্যাপী বিদ্যালয় প্রঙ্গনে অনুষ্ঠিত অনুষ্ঠানটি পরিণত হয়েছিলো সাবেক ও বর্তমান শিক্ষার্থীদের মিলনমেলায়।

পূনর্মিলনী উপলক্ষ্যে সকালে বিদ্যালয় প্রাঙ্গন থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে এলাকা প্রদক্ষিণ করে আবার একই জায়গায় এসে শেষ হয়। এরপর পর শুরু হয় স্মৃতিচারণ। একে একে বিদ্যালয়ের প্রত্যেকটি ব্যাচের শিক্ষার্থী ও সাবেক শিক্ষকরা তাদের ফেলে আসা দিনের স্মৃতিচারণ করেন।

অনুষ্ঠানে বক্তারা বলেন, মানুষের জীবনের সব চেয়ে গুরুত্বপূর্ণ সময় হচ্ছে ছাত্রজীবন, এর মধ্যে গুরুত্বপূর্ণ হচ্ছে মাধ্যমিক স্তর। এই সময়ের স্মৃতি কেউ কখনো ভুলতে পারে না। এরকম মিলনমেলার মাধ্যমে শিক্ষার্থীরা তাদের সেই সোনালী অতীতে ফিরে যায়।

বক্তারা নবীন শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, লেখাপড়া করে শুধু চাকুরীর পেছনে ছুটলে হবে না, মানুষের মতো মানুষ হতে হবে। মানুষের সেবা করতে হবে। পিতা-মাথা ও গুরুজনকে সম্মান করতে হবে।

বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি আশরাফুজ্জামান নবীব আলীর সভাপতিত্বে ও জান্নাতুল নাজনীন আশার উপস্থাপনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন দক্ষিণ সুরমা উপজেলা নির্বাহী কর্মকর্তা ঊর্মি রায়।

বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী মোহাম্মদ সানোয়ার আলীর কোরআন তেলাওয়াতের মাধ্যমে সুচিত অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন আব্দুল মুন্তাকিম চৌধুরী মাসুম।

স্মৃতিচারণমূলক বক্তব্য রাখেন, সিলাম ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান সৈয়দ মকবুল হোসেন মাখন, সৈয়দ ফরহাদ হোসেন, ফালাকুজ্জামান চৌধুরী জগলু, বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহমুদ হোসেন, সাবেক প্রধান শিক্ষক আব্দুল খালিক, মোঃ জসিম উদ্দিন, মুতলিব আলী, রেজওয়ান আহমদ, শাহ দেলোয়ার, সৈয়দা সেলুফা, যুক্তরাজ্য প্রবাসী শাহজাহান আহমদ সাজু, আমিনুল ইসলাম মাসুম মেম্বার, শায়েস্তা মিয়া, শামসুল আলম, শিমুল আহমদ, রিদওয়ান হোসেন, আলী আহমদ, নুরমান আহমেদ, আতিক মিয়া, গোলাম কিবরিয়া, মহিউদ্দিন, জামাল আহমেদ, আলী আহমেদ প্রমুখ।

অনুষ্ঠানে বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত সহকারী শিক্ষক নজমুল হোসেনকে বিদায় সংবর্ধনা প্রদান করা হয়। এছাড়াও র‌্যাফেল ড্র-তে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন অতিথিবৃন্দ। অনুষ্ঠান শেষে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

এই সংবাদটি পড়া হয়েছে ৩৭ বার

Share Button

Callender

May 2024
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031