শিরোনামঃ-

» জাতীয় জনতা পার্টির ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন

প্রকাশিত: ০৫. সেপ্টেম্বর. ২০২৩ | মঙ্গলবার

ডেস্ক নিউজঃ

জাতীয় জনতা পার্টির ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে এক আলোচনা সভা মঙ্গলবার (৫ সেপ্টেম্বর) নগরীর বাগবাড়ি নরসিংটিলায় অনুষ্ঠিত হয়।

সিলেট জেলা কমিটির সাধারণ সম্পাদক ও বিভাগীয় সমন্বয় কারী আকলিছ আহমদ চৌধুরীর সভাপতিত্বে ও সিলেট জেলা কমিটির সাংগঠিক সম্পাদক আমিনুল ইসলাম বকুলের পরিচালনায় আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জাতীয় কমিটির আইন বিষয়ক সম্পাদক ও সিলেট জেলা কমিটির সভাপতি এডভোকেট তাহমিনুল ইসলাম খান।

অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, সিলেট জেলা কমিটির সহ সভাপতি সেলিম আহমদ চৌধুরী, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক তুহিন আহমদ খান, মহানগর কমিটির সাধারণ সম্পাদক শফিকুর রহমান শফিক, ইকবাল আহমদ চৌধুরী, সাংগঠনিক সম্পাদক ফারুক আহমদ চৌধুরী, দপ্তর সম্পাদক কিরণ দেবনাথ, আব্দুর রহিম প্রমুখ।

প্রধান অতিথির বক্তব্যে জাতীয় কমিটির আইন বিষয়ক সম্পাদক এডভোকেট তাহমিনুল ইসলাম খান বলেন, রাজনৈতিক প্রেক্ষাপটে এখন সময় এসেছে সকল রাজনৈতিক দলের অংশগ্রহণ।

এককভাবে কেউ ক্ষমতায় যেতে পারবেন না। সবার অংশগ্রহণে একটি সুষ্ট নির্বাচন হবে এটাই কাম্য। রাজনীতিবিদরা রাজনীতি করবেন, একটি সমৃদ্ধ সংসদ দেশের জনগণকে উপহার দিবেন।

তিনি আরো বলেন, দেশ ও জনগণকে বাঁচাতে হলে সিন্ডিকেট ভাংতে হবে এবং সরকারকে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যাদি জনগণের ক্রয় সীমার মধ্যে রাখতে হবে। তিনি আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় জনতা পার্টির নেতাকর্র্মীকে অংশ নেয়ার লক্ষে প্রস্তুতি নেয়ার আহবান জানান।

এই সংবাদটি পড়া হয়েছে ৩৯ বার

Share Button

Callender

October 2023
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031