শিরোনামঃ-

» আইসিসিআর স্কলারশীপ পেলো অনিন্দিতা মিত্র

প্রকাশিত: ২৬. আগস্ট. ২০২৩ | শনিবার

ডেস্ক নিউজঃ

তৃণমূল নারী উদ্যোক্তা সোসাইটি (গ্রাসরুটস)’র নির্বাহী পরিচালক হিমাংশু মিত্র ও জাতীয় সমস্বয়কারী অনিতা দাশ গুপ্তার একমাত্র কন্যা অনিন্দিতা মিত্র ভারত সরকারের আইসিসি স্কলারশীপ নিয়ে ডক্টরেট (পি. এইচ. ডি) করার লক্ষ্যে ভারতের এনআইটি-তে সুযোগ প্রাপ্ত হয়েছেন।

পি.এইচ.ডির বিষয় হচ্ছে ডিপার্টমেন্ট অফ ইকনেইমক্স বিভাগ “পাবলিক পালসি”।

উল্লেখ্য ইতিপূর্বে অনিন্দিতা মিত্র ভারতের লাভলী প্রফেশনাল ইউনিভার্সিটি থেকে এমবিএ এবং রহতক মহর্সি দয়ানন্দ ইউনিভার্সিটি থেকে এলএলএম সম্পূর্ন করেছেন।

অনিন্দিতা মিত্রের সাফল্য ও বিদেশ যাত্রা উপলক্ষে আজ শনিবার (২৬ আগস্ট) সন্ধ্যায় সিলেট শহরের মির্জাজাঙ্গালস্থ একটি হোটেলে গেট-টুগেদার অনুষ্ঠানের আয়োজন করা হয়।

এই সংবাদটি পড়া হয়েছে ৯৫ বার

Share Button

Callender

May 2024
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031