শিরোনামঃ-

» বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ সিলেট জেলা সাবেক ইউনিট কমান্ডের ঈদ পূর্ণমিলনী ও আলোচনা সভা অনুষ্ঠিত

প্রকাশিত: ০২. মে. ২০২৩ | মঙ্গলবার

ডেস্ক নিউজঃ

বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ সিলেট জেলা সাবেক ইউনিট কমান্ডের উদ্যোগে ঈদ পূর্ণমিলনী ও সিসিক নির্বাচনে আনোয়ারোজ্জামান চৌধুরীর সমর্থনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২ মে) নগরীর জিন্দাবাজারস্থ মুক্তিযোদ্ধা সংসদ কার্যালয়ের হলরুমে এই আলোচনা সভার আয়োজন করা হয়।

মুক্তিযোদ্ধা সংসদ সিলেট জেলা ইউনিটের সাবেক কমান্ডার, পূর্ব জাফলং ইউপির স্বর্ণপদকপ্রাপ্ত চেয়ারম্যান মো. লুৎফুর রহমান লেবুর সভাপতিত্বে ও জেলা ডেপুটি সাবেক কমান্ডার তুতা মিয়ার পরিচালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন, সিলেট মহানগর মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার ভবতুষ বর্মন রানা, সিলেট জেলার সাবেক ডেপুটি কমান্ডার মাশুক এলাহী, সাবেক সদর কমান্ডার হাজী মখলিছুর রহমান, বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা হাজী নাজিম উদ্দিন, বীর মুক্তিযোদ্ধ সুয়েব আহমদ, বীর মুক্তিযোদ্ধা জামালে রফিক, বীর মুক্তিযোদ্ধা সানাওয়ার আলী, বীর মুক্তিযোদ্ধা সেলিম আহমদ সেলিম, বীর মুক্তিযোদ্ধা নীল কান্ত শিং, বীর মুক্তিযোদ্ধা আব্দুল মান্নান, বীর মুক্তিযোদ্ধা সৈওকত আলী, বীর মুক্তিযোদ্ধা আনোয়ারুল হক চৌধুরী, বীর মুক্তিযোদ্ধা আনোয়ার আলী, বীর মুক্তিযোদ্ধা মছদ্দর আলী, সাবেক সদর কমান্ডার আলহাজ্ব ইরশাদ আলী, বীর মুক্তিযোদ্ধা শফিকুর রহমান, বীর মুক্তিযোদ্ধা আসাদ আলী, বীর মুক্তিযোদ্ধা আব্দুস শহিদ খান, বীর মুক্তিযোদ্ধা আব্দুর রহিম, বীর মুক্তিযোদ্ধা গুলজার খান, বীর মুক্তিযোদ্ধা সত্যেন্দ্র কুমার দাশ তালুকদার, বীর মুক্তিযোদ্ধা শুভেন্দু দাশ প্রমুখ।

এসময় বক্তারা বলেন, আমরা বঙ্গবন্ধুর নির্দেশে জীবন বাজী রেখে মহান মুক্তিযোদ্ধে গিয়েছিলাম। তাহার সুযোগ্য কণ্যা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়তে কাজ করে যাচ্ছেন। আমরা মুক্তিযোদ্ধা হিসেবে সোনার বাংলা গড়তে তাঁর নির্দেশে কাজ করে যাবো।

এই সংবাদটি পড়া হয়েছে ৫৬ বার

Share Button

Callender

December 2023
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031