- বদলে যাওয়া ওসমানী হাসপাতালের কারিগর ব্রিগ্রেডিয়ার জেনারেল মাহবুব
- গণতন্ত্র দিবসের কর্মসূচি সফলের লক্ষ্যে মহানগর বিএনপির মতবিনিময় সভায়
- শাহ আব্দুল করিম স্মরণে চারণের “দ্রোহকালে বাউল করিম” অনুষ্ঠিত
- সিলেট মুক্তচিন্তক অভিজিৎ স্মরণে মোমবাতি প্রজ্জ্বলন
- পিসি ফার্মা এর উদ্বোধন
- ছাতকে বিএনপি অঙ্গ-সংগঠনের মতবিনিময় সভা
- সিলেট ব্যবসায়ী সমিতির উদ্যোগে বন্যার্তদের সহযোগতায় সিলেট বিএনপি ও জামায়াতের ত্রাণ তহবিলে সাড়ে সাত লক্ষ টাকা প্রদান
- সিলেট চেম্বারের বোর্ড বাতিল করে প্রশাসক নিয়োগে বিভাগীয় কমিশনারের কাছে স্মারকলিপি প্রদান
- দেওয়ান বাজার ইউনিয়ন বিএনপির জনসভা
- অসুস্থ ফটো সাংবাদিক মামুনের শয্যাপাশে সিলেট মহানগর জামায়াতের আমীর
» সিলেট মহানগর বিএনপির পদযাত্রায় নজরুল ইসলাম খান
প্রকাশিত: ১৮. ফেব্রুয়ারি. ২০২৩ | শনিবার
দ্রব্যমূল্যের উর্ধ্বগতিতে দেশের ৫৩ ভাগ মানুষ খাবার কমিয়ে দিয়েছে
ডেস্ক নিউজঃ
বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেছেন, আজকের ক্ষমতাসীন দল পাল্টাপাল্টি কর্মসূচি ঘোষণা করে এটা কোন ধরনের সংস্কৃতি। বিএনপির প্রতিটি কর্মসূচির আগে আমাদের নেতাকর্মীদের মারপিট করা হয়, মামলা দেয়া হয়। বাংলাদেশকে মুক্তিযুদ্ধের মাধ্যমে স্বাধীন করা হয়েছে কিন্তু বৈষম্য রয়ে গিয়েছে। এখন ব্যাংকে নতুন নতুন একাউন্ট তৈরী হয়েছে। আওয়ামীলীগের খাটের তলে বাড়িতে বাড়িতে টাকা পাওয়া যায়। ফলে দেশে নতুন দ্রারিদ্রের সংখ্যা প্রায় চার কোটিতে দাঁড়িয়েছে। দ্রব্যমূল্যে মানুষ আজ অতিষ্ঠ। দু’বেলা পেট ভরে খেতে পারে না। দেশের শতকরা ৫৩ ভাগ মানুষ খাবার কমিয়ে দিয়েছে। দেশের মানুষ আওয়ামীলীগের অধিনে কোন নির্বাচনে যাবে না। যার প্রমাণ ব্রাক্ষণবাড়িয়ায় শতকরা ১৫ ভাগ ভোটও পড়েনি। আওয়ামী লীগ মুখে শুধু গণতন্ত্রের কথা, বাস্তবে তাদের কথার সাথে কাজের কোন মিল নেই।
শনিবার (১৮ ফেব্রুয়ারি) দুপুর ৩টায় নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধি, সরকারের দমন-নিপীড়নের প্রতিবাদ, খালেদা জিয়াসহ কারাবন্দী নেতা-কর্মীদের মুক্তি, সংসদ বাতিল, তত্ত্বাবধায়ক সরকারের অধীন নির্বাচন সহ গণতন্ত্র পুনরুদ্ধার এবং ১০ দফা দাবি বাস্তবায়নের দাবী কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সিলেট মহানগর বিএনপির পদযাত্রায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
পদযাত্রাটি সিলেট সরকারি আলিয়া মাদ্রাসা মাঠ থেকে শুরু হয়ে নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে সুরমা পয়েন্টে গিয়ে শেষ হয়।
মহানগর বিএনপির আহবায়ক আব্দুল কাইয়ুম জালালী পংকির সভাপতিত্বে ও সদস্য সচিব মিফতাহ সিদ্দিকীর পরিচালনায় পদযাত্রা কর্মসূচির সূচনা অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্ঠা ড. এনামুল হক চৌধুরী ও খন্দকার আব্দুল মুক্তাদির, কেন্দ্রীয় সদস্য ও সিসিক মেয়র আরিফুল হক চৌধুরী, কেন্দ্রীয় সহ সাংগঠনিক সম্পাদক কলিম উদ্দিন আহমদ মিলন, সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী, জাতীয় নির্বাহী কমিটির সদস্য মিজানুর রহমান চৌধুরী ও হাদিয়া চৌধুরী মুন্নী, জেলা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট এমরান আহমদ চৌধুরী সহ মহানগর বিএনপির সকল যুগ্ন আহবায়কবৃন্দ।
বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্ঠা ড. এনামুল হক চৌধুরী বলেন, জনগণ স্বোচ্চার হয়েছে, জনগণ জেগে উঠছে। দ্রব্যমূল্যের উধ্বগতিতে জনগণ হিমশিম খাচ্ছে।
বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্ঠা খন্দকার আব্দুল মুক্তাদির বলেন, গত ১৪ বছরের সমাজিক মূল্যবোধের অবক্ষয় হয়েছে। আমাদের জাতীয় ঋণ ছিল কম। নতুন অনেক ব্যাংক একাউন্ট তেরী হয়েছে। আওয়ামী লীগ বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা দেয়। এই দুঃশাসনের অবসান হবে ইনশাআল্লাহ।
সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী বলেন, আওয়ামী লীগ দেশবাসীকে যে জুলুম নির্যাতন করছে তা কোন ভাবেই মেনে নেয়া যায়না। তাই সকলকে ঐক্যবদ্ধভাবে এই সরকারের বিরুদ্ধে রাজপথে নামতে হবে।
সভাপতির বক্তব্যে মহানগর বিএনপির আহবায়ক আব্দুল কাইয়ুম জালালী পংকি বলেন, আজকের এই পদযাত্রা কর্মসূচি প্রমাণ করে সিলেটবাসী বিএনপির সাথে আছে।
পদযাত্রা কর্মসূচিতে অংশ নেন- মহানগর বিএনপির সাবেক সভাপতি নাসিম হোসাইন, সাবেক সাধারণ সম্পাদক বদরুজ্জামান সেলিম, যুগ্ন আহবায়ক ফরহাদ চৌধুরী শামীম, এডভোকেট হাবিবুর রহমান হাবিব, সৈয়দ মিছবাহ উদ্দিন, এমদাদ হোসেন চৌধুরী, রোকশানা বেগম শাহনাজ, সৈয়দ মঈন উদ্দিন সুহেল, সালেহ আহমদ খছরু। সদস্যবৃন্দের মধ্যে- নেহার রঞ্জন দে, আমির হোসেন, মাহবুব কাদির শাহী, সৈয়দ তৌফিকুল হাদী, হুমাইয়ুন আহমদ মাসুক, মোর্শেদ আহমদ মুকুল, নুরুল আলম সিদ্দিকী খালেদ, মাহবুব চৌধুরী, সৈয়দ সাফেক মাহবুব, আফজল উদ্দিন, মতিউল বারী চৌধুরী খোরশেদ, আবুল কালাম, মহানগর যুবদলের সভাপতি শাহনেওয়াজ বক্ত চৌধুরী তারেক, জেলা যুবদলের সভাপতি এডভোকেট মুমিনুল ইসলাম, মহানগর যুবদলের সাধারণ সম্পাদক মীর্জা সম্রাট হোসেন, জেলা যুবদলের সাধারণ সম্পাদক মকসুদ আহমদ, জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আব্দুল আহাদ খান জামাল, মহানগর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মাহবুবুল হক চৌধুরী, জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব শাকিল মোর্শেদ, মহানগর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আফসর খান, জেলা ছাত্রদলের সভাপতি আলতাফ হোসেন সুমন, মহানগর ছাত্রদলের সভাপতি সুদীপ জ্যোতি এ্যাষ, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন দিনার, জেলা শ্রমিক দলের সভাপতি সুরমান আলী, মহানগর শ্রমিক দলের আহবায়ক আব্দুল আহাদ, জেলা শ্রমিক সাধারণ সম্পাদক আব্দুর রহমান, মহানগর শ্রমিক দলের সদস্য সচিব জাহাঙ্গির আলম জীবন, মহানগর জাসাসের আহবায়ক তাজ উদ্দিন মাসুম।
এছাড়াও সিলেট মহানগর বিএনপি ২৭টি ওয়ার্ড বিএনপির নির্বাচিত সভাপতি, সাধারণ সম্পাদক, সাংগঠনিক সম্পাদক সহ অঙ্গ ও সহযোগী সংগঠনের সর্বস্থরের নেতৃবৃন্দ পদযাত্রায় অংশগ্রহণ করেন।
এই সংবাদটি পড়া হয়েছে ২৩৫ বার
সর্বাধিক পঠিত খবর
- হত্যা না করেও ২৬ জনের উপর হত্যা মামলার করলো আওয়ামী লীগ
- সুনামগঞ্জ জেলায় নির্বাচনী হাওয়া; সরেজমিন প্রতিবেদন
- জেলা ছাত্রলীগের সহ-সভাপতি শাহীন আলী গ্রেফতার; উত্তাল দক্ষিণ সুরমা
- তালাকনামা জালিয়াতির দায়ে বিশ্বনাথে কাজী গ্রেফতার; ৭ জন আসামীর উপর গ্রেফতারী পরোয়ানা জারী
- কিডনী রোগীদের জরুরী তথ্য কণিকা জানা আবশ্যক
এই বিভাগের আরো খবর
- সিরাজ উদ্দিন আহমদ একাডেমিতে জোরপূর্বক ‘পদত্যাগ পত্র’ নেওয়ার অভিযোগ
- হত্যাকাণ্ডের বিচার ও দখলদারিত্ব-সন্ত্রাস-চাঁদাবাজি-হয়রানি বন্ধে কার্যকর পদক্ষেপ গ্রহণ করুন : বাসদ
- সিলেট জেলা হোটেল শ্রমিক ইউনিয়নের ৩১তম প্রতিষ্ঠাবার্ষিকীতে লাল পতাকা র্যালি
- ৩৪নং ওয়ার্ডে ইয়াবা ব্যবসায়ীদের শাস্তির দাবীতে এলাকাবাসীর মানববন্ধন
- সিলেটে মানববন্ধনে বক্তারা তুরাব হত্যাকারীদের ৪৮ ঘণ্টার মধ্যে গ্রেপ্তার না করলে কঠোর আন্দোলন