» কুয়েতি দাতা সংস্হার উদ্যোগে শাল্লা উপজেলায় ক্ষতিগ্রস্হ দরিদ্র ৪২টি পরিবারের মধ্যে ডেউটিন বিতরণ

প্রকাশিত: ১৮. সেপ্টেম্বর. ২০২২ | রবিবার

সুনামগঞ্জ প্রতিনিধিঃ

কুয়েতি দাতা সংস্হা সোসাইটি ফর সোস্যাল এন্ড টেকনোলজিক্যাল সাপোর্ট (এস এস টি এস)-এর উদ্যোগে সুনামগঞ্জ জেলার শাল্লা উপজেলার শাল্লা ইউনিয়নে বিগত ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্হ অসহায় ও দরিদ্র ৪২টি পরিবারের মধ্যে ১২৬ বান্ডিল ডেউটিন ও গৃহনির্মাণ সামগ্রী বিতরণ করা হয়েছে।

রবিবার (১৮ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার শ্রীহাইল গ্রামের কৃতিসন্তান র্যাবের ডিজি চৌধুরী আবদুল্লাহ আল-মামুনের গ্রামের বাড়ির প্রাঙ্গণে এলাকার তালিকাভুক্ত গৃহহারা প্রতিটি পরিবারের হাতে ৩ বান্ডিল করে টিন ও নির্মাণ সামগ্রী তুলে দেন শাল্লা উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান মাহবুবে সুবহানী এবং এসএসটিএস সংস্হার জনসংযোগ কর্মকর্তা এরশাদ হাফিজ ও প্রকল্প সমন্বয়ক মো. শাহ রিয়াদ।

এসময় এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্হিতি ছিলেন। টিন গ্রহনকারী পরিবারগুলোর পক্ষ থেকে কুয়েতি দাতা সংস্থার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে তাদের সাফল্য কামনা করা হয়। এলাকাবাসীর পক্ষ থেকে মাহবুবে সোবহানী অসহায় দুর্গত মানুষদের পাশে দাঁড়ানোর জন্য এসএসটিএসের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করে আগামীতেও প্রত্যন্ত অঞ্চলের সুবিধাবঞ্চিত মানুষের কল্যানে কাজ করার আহ্বান জানান।

এই সংবাদটি পড়া হয়েছে ১৮২ বার

Share Button

Callender

April 2024
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930