- বঙ্গবন্ধুর ম্যুরালে সিমেবি কর্মচারী পরিষদ’র শ্রদ্ধা নিবেদন
- ৩ দফা দাবিতে সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয়ের তৃতীয় ও চতুর্থ শ্রেণির কর্মচারীদের প্রতীকী অবস্থান
- বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী সিমেবি কর্মচারী পরিষদ’র শ্রদ্ধা নিবেদন
- স্টুডেন্টস ডেভেলপমেন্ট ফাউন্ডেশন’র প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা
- শেখ হাসিনার বিরুদ্ধে যে কোনো ষড়যন্ত্রের দাঁতভাঙ্গা জবাব দিবে যুবলীগ : ভিপি শামীম
- পল্লীকবি রাধাপদ রায় এর উপর হামলার উদীচী সিলেটের নিন্দা
- খালেদা জিয়ার সুস্থতা ও জিকে গউছ এর মুক্তি কামনায় দরগাহ দোয়া মাহফিল
- সিলেটে বর্ণিল আয়োজনে দৈনিক আমাদের সময় পত্রিকার ১৯তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন
- সিলেটে যুব মজলিসের দাওয়াতি মজলিস অনুষ্ঠিত ও জেলা শাখা পুনর্গঠন
- সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার লক্ষ্যে বাংলাদেশ মহিলা পরিষদের মানববন্ধন
» দেশ, জাতি ও দ্বীনের কল্যাণে আমাদের জীবন-যৌবন ঢেলে দিতে হবে, দূর্ভিক্ষের দ্বারপ্রান্তে আজ গোটা দেশ : ড. আহমদ আবদুল কাদের
প্রকাশিত: ২৬. ফেব্রুয়ারি. ২০২২ | শনিবার

স্টাফ রিপোর্টারঃ
খেলাফত মজলিসের মহাসচিব ড. আহমদ আবদুল কাদের বলেছেন, “দেশ আজ নানামুখী সমস্যায় জর্জরিত। অন্যায়, অবিচার, জুলুম, নির্যাতন, গুম, খুন, হামলা, মামলায় গোটা দেশ আজ এক নির্যাতন সেলে রুপান্তরিত হয়েছে। দ্রব্যমুল্যের নির্দয় লাগামহীনতায় দেশের মানুষের কষ্টের সীমা নেই। সরকার এ নিয়ে সম্পুর্ণ নির্বিকার হলেও এই কষ্ট বহন ও সহ্য করার ক্ষমতা জনগণের আর অবশিষ্ট নেই। দেশ আজ দূর্ভিক্ষের দারপ্রান্তে। সামগ্রিক পরিস্থিতির অবনতি এত বিপদজনক হয়েছে যে, মানুষের নিরাপদে বাঁচা কিংবা নিরাপদ মৃত্যু কোনটারই আজ গ্যারান্টি নেই।’’
শনিবার (২৬ ফেব্রুয়ারি) বিকেলে নগরীর একটি কমিউনিটি সেন্টারে ছাত্র ইসলামী আন্দোলনের প্রাক্তন দায়িত্বশীলদের নিয়ে খেলাফত মজলিস সিলেট মহানগরী শাখা আয়োজিত প্রীতি সমাবেশে তিনি আরো বলেন, জনগণের স্বার্থে, সময়ের প্রয়োজনে, যারা দেশ ও দশের তরে নিজেকে বিলিয়েছিলেন দেশ, জাতি ও দ্বীনের কল্যাণে তাদের সবাইকে আবারও জীবন-যৌবন ঢেলে দিতে হবে। মানুষের প্রকৃত মুক্তির পথ ইসলামের সুমহান সৌন্দর্য মানুষের অন্তরে পৌঁছাতে হবে।
সংগঠনের সিলেট মহানগরীর সভাপতি অধ্যাপক বজলুর রহমানের সভাপতিত্বে ও নগর সাধারণ সম্পাদক তাজুল ইসলাম হাসানের পরিচালনায় উক্ত প্রীতি সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, কেন্দ্রীয় নায়েবে আমীর প্রিন্সিপাল মাওলানা মজদুদ্দীন আহমদ, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মুহাম্মদ এ এ তাওসিফ, কেন্দ্রীয় শিক্ষা বিষয়ক সম্পাদক অধ্যাপক মাওলানা আব্দুস সবুর, কেন্দ্রীয় উপদেষ্টা পরিষদ সদস্য হাফিজ মাওলানা নুরুজ্জামান, প্রিন্সিপাল সৈয়দ মুহিবুর রহমান, সিলেট জোন সহকারী ইনচার্জ প্রভাষক মুহাম্মদ আব্দুল করিম, সিলেট জেলা সভাপতি মাওলানা সৈয়দ মুশাহিদ আলী।
পবিত্র মহাগ্রন্থ আল কুরআন তেলাওয়াত ও ইসলামী সংগীতের মাধ্যমে শুরু হওয়া সমাবেশে বক্তব্য রাখেন বাংলাদেশ কওমি মাদ্রাসা শিক্ষাবোর্ডের সহ-সভাপতি হাফিজ মাওলানা মুসলেহ উদ্দিন রাজু, সিলেট মহানগর সহ-সভাপতি মহানগর সহ-সভাপতি মাওলানা শাহ আশিকুর রহমান, মাওলানা রওনক আহমদ, ডা. ফয়জুল হক, ইঞ্জিনিয়ার আনোয়ারুল ইসলাম, মাওলানা নুরুল ইসলাম জাকারিয়া, জেলা সহ-সভাপতি ক্বারী মাওলানা সিরাজুল ইসলাম, মাওলানা শামসুদ্দিন মুহাম্মদ ইলায়াস, মাওলানা মুখলিসুর রহমান, জেলা সাধারণ সম্পাদক মাওলানা নেহাল আহমদ।
প্রীতি সমাবেশ বাস্তবায়ন কমিটির আহবায়ক মহানগর সহ-সভাপতি অধ্যক্ষ মুহাম্মদ আব্দুল হান্নানের স্বাগত বক্তব্যের মাধ্যমে অনুষ্ঠিত সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন কানাডা খেলাফত মজলিসের সাংগঠনিক সম্পাদক মুহাম্মদ আব্দুল হক, যুক্তরাজ্য লন্ডন মহানগীর সহ-সভাপতি হাফিজ মাওলানা আব্দুর রাজ্জাক, ব্রাষ্টার শাখার সাধারণ সম্পাদক আব্দুল গণি, রিয়াদ মহানগর শাখার সাংগঠনিক সম্পাদক মাওলানা আব্দুল জলিল, যুক্তরাজ্য প্রবাসী ব্যারিষ্টার হাফিজুল ইসলাম সায়েম, মালেয়েশিয়া প্রবাসী মাওলানা মনছুরুল হাসান জাকারিয়া, সিলেট মহানগরীর সহ-সাধারণ সম্পাদক আহমদ সাইফুর রহমান, জাবেদুল ইসলাম চৌধুরী, সাংগঠনিক সম্পাদক জুনায়েদ আহমদ, বায়তুলমাল সম্পাদক মাসুদ আহমদ, ছাত্র মজলিস সিলেট মহানগর সভাপতি সাইফুল ইসলাম জলিল, খেলাফত মজলিস সিলেট মহানগরীর প্রশিক্ষণ সম্পাদক মাওলানা নুরুল ইসলাম চৌধুরী, উলামা সম্পাদক মাওলানা ওলিউর রহমান, পাঠাগার সম্পাদক মুহাম্মদ আব্দুস শহীদ, সমাজকল্যাণ সম্পাদক ইঞ্জিনিয়ার শাহজাহান কবির ডালিম, যুব বিষয়ক সম্পাদক মাওলানা খায়রুল ইসলাম, অফিস ও প্রচার সম্পাদক মাওলানা কাওছার আহমদ চৌধুরী প্রমুখ।
বিশেষ অতিথির বক্তব্যে প্রিন্সিপাল মাওলানা মজদুদ্দীন আহমদ বলেন, এই জালেম সরকারের কারাগারগুলোতে এখনও ওলামায়ে কেরাম নির্মমভাবে বন্দি। অবিলম্বে তাদের নিঃশর্ত মুক্তি দাবী করছি।
বিপুল সংখ্যক প্রাক্তন ছাত্র নেতৃবৃন্দের উপস্থিতিতে অন্যান্য বক্তারা বলেন, বিশ্বব্যাপী মুসলমানরা ইসলামের স্বর্ণোজ্জ্বল আদর্শ থেকে দূরে সরে যাওয়ার কারণে গোটা দুনিয়ায় আজ আদর্শিক সংকট তৈরী হয়েছে। এই অবস্থা থেকে উত্তরণের জন্য জনসাধারণের কাছে দাওয়াতে দ্বীনের কাজকে সম্প্রসারণ করতে আমাদের সর্বদা সচেষ্ট থাকতে হবে। সত্য ও ন্যায়ের পথে আমাদেরকে কথা বলতে হবে। মানুষকে অন্ধকার থেকে আলোর পথে ডাকতে হবে। সকল অন্যায় জুলুম-নিপীড়ন বন্ধ করতে, রাষ্ট্রীয় অত্যাচার ও সন্ত্রাসের বিরুদ্ধে রুখে দাড়াতে আমাদের সবাইকে সরব হতে হবে।
সভাপতির বক্তব্যে অধ্যাপক বজলুর রহমান বলেন, করোনা মহামারীর মতো দ্রব্যমূল্যের উর্ধ্বগতির কারণে দল-মত নির্বিশেষে সকল সাধারন জনগণই ক্ষতিগ্রস্থ হবে।
তিনি অবৈধ জুলুমবাজ ও ফ্যাসিষ্ট সরকারের পতনের দাবীতে আপামর জনসাধারণকে রাস্তায় নেমে আসার আহ্বান জানান।
এই সংবাদটি পড়া হয়েছে ১৮১ বার
সর্বশেষ খবর
- বঙ্গবন্ধুর ম্যুরালে সিমেবি কর্মচারী পরিষদ’র শ্রদ্ধা নিবেদন
- ৩ দফা দাবিতে সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয়ের তৃতীয় ও চতুর্থ শ্রেণির কর্মচারীদের প্রতীকী অবস্থান
- বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী সিমেবি কর্মচারী পরিষদ’র শ্রদ্ধা নিবেদন
- স্টুডেন্টস ডেভেলপমেন্ট ফাউন্ডেশন’র প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা
- শেখ হাসিনার বিরুদ্ধে যে কোনো ষড়যন্ত্রের দাঁতভাঙ্গা জবাব দিবে যুবলীগ : ভিপি শামীম
সর্বাধিক পঠিত খবর
- হত্যা না করেও ২৬ জনের উপর হত্যা মামলার করলো আওয়ামী লীগ
- সুনামগঞ্জ জেলায় নির্বাচনী হাওয়া; সরেজমিন প্রতিবেদন
- জেলা ছাত্রলীগের সহ-সভাপতি শাহীন আলী গ্রেফতার; উত্তাল দক্ষিণ সুরমা
- তালাকনামা জালিয়াতির দায়ে বিশ্বনাথে কাজী গ্রেফতার; ৭ জন আসামীর উপর গ্রেফতারী পরোয়ানা জারী
- কিডনী রোগীদের জরুরী তথ্য কণিকা জানা আবশ্যক
এই বিভাগের আরো খবর
- ৩ দফা দাবিতে সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয়ের তৃতীয় ও চতুর্থ শ্রেণির কর্মচারীদের প্রতীকী অবস্থান
- চা শ্রমিকদের দৈনিক নগদ মজুরি ৬শত টাকা ঘোষণা করুন : চা শ্রমিক ফেডারেশন
- ২নং ওয়ার্ড মহিলাদলের কর্মীসভা; খাদেলা জিয়ার মুক্তি ও নিরপেক্ষ নির্বাচনের দাবী
- সংস্কৃতিকর্মীর উপর ন্যক্কারজনক হামলার প্রতিবাদে মৌনমিছিল ও প্রতিবাদী সাংস্কৃতিক সমাবেশ রবিবার
- ফ্রিল্যান্সার তারেকের উপর হামলাকারীদের গ্রেফতারের দাবীতে মানববন্ধন