শিরোনামঃ-

» সিলেট সদরে রাজনৈতিক দলের নেতাদের সাথে অপরাজিতার মতবিনিময় সভা

প্রকাশিত: ০৯. নভেম্বর. ২০২১ | মঙ্গলবার

স্টাফ রিপোর্টারঃ
সিলেট সদর উপজেলা পরিষদের হল রুমে অপাজিতা নারীর রাজনৈতিক ক্ষমতায়ন প্রকল্পের আওতায় ও গণপ্রতিনিধিত্ব আদেশ (আরপিও) বিষয়ে মতবিনিময় সভা মঙ্গলবার (৯ নভেম্বর) বেলা ১০টায় অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানটি ১০ টা থেকে শুরু হয়ে চলে ১টা ৩০ মিনিট পর্যন্ত।

অপরাজিতা নারীর রাজনৈতিক ক্ষমতায়ন প্রকল্প কতৃক এর উদ্যোগে ও সিলেট সদর উপজেলা নারী উন্নয়ন ফোরামের আয়োজনে মতবিনিময় সভায় আওয়ামী লীগ, বিএনপিসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সাংবাদিক, নারী জনপ্রতিনিধিদের নিয়ে এ মতবিনিময় সভার আয়োজন করা হয়।

রাজনৈতিক দলে নারীর অবস্থা – অবস্থান স্থানীয় সরকার প্রতিষ্ঠানে নারীর দায়িত্ব নিয়ে ব্যাপক আলোচনা হয়। আলোচনা সভায় বক্তারা বলেন, বাস্তবতায় দেশের কয়েকটি সংগঠন মাত্র একজন নারীকে রাজনৈতিক দলের কমিটিতে রাখছে।

বাংলাদেশের ৫১% ভোটারই নারী। আমাদের দাবি রাজনৈতিক দলগুলো যেন ৩৩% নারীর অংশগ্রহণ নিশ্চিত করে। বাংলাদেশের সরকার প্রধান নারী, সংসদের স্পিকারও নারী। তাই দেশের বড় বড় রাজনৈতিক দলগুলো যেন দ্রæত এই দাবিটি পূরণ করেন।

সিলেট সদর উপজেলা নারী উন্নয়ন ফোরামের সহ- সভাপতি ফাতেমা আক্তার পারুলের সভাপতিত্বে ও অপরাজিতা সিলেট সদর উপজেলা শাখার সমন্বয়কারী শামীমা আক্তারের পরিচালনায় মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সিলেট জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও সিলেট সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আশফাক আহমদ।

এসময় উপস্থিত ছিলেন, বদরুল আলমসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ও সদর উপজেলার বিভিন্ন ইউনিয়ন এর অপরাজিতা।

স্বাগত বক্তব্য রাখেন, সিলেট জেলা প্রোগ্রাম কো-অরডিনেটর মো.ইখতেহার হোসেন মৃধা।

এই সংবাদটি পড়া হয়েছে ১৫৬ বার

Share Button

Callender

April 2024
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930