শিরোনামঃ-

» রাগীব-রাবেয়া মেডিকেলে নারী মৃত্যুর ঘটনায় শ্রমিক ও মালিক সমিতির নিন্দা

প্রকাশিত: ১৫. সেপ্টেম্বর. ২০২১ | বুধবার

স্টাফ রিপোর্টারঃ

সিলেট জালালাবাদ রাগীব-রাবেয়া মেডিকেল কলেজ হাসপাতালে সিলেট জেলা ট্রাক-পিকআপ-কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়নের প্রচার সম্পাদক সামাদ রহমানের মাতার মৃত্যুর ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন, সিলেট জেলা ট্রাক-পিকআপ-কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়ন ও মালিক সমিতির নেতৃবৃন্দ।

বুধবার (১৫ সেপ্টেম্বর) গণমাধ্যমে পাঠানো এক বার্তায় নেতৃবৃন্দ এ নিন্দা জানান।

বিবৃতিদাতা নেতৃবৃন্দরা হলেন, সিলেট জেলা ট্রাক-পিকআপ-কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়নের সভাপতি আবু সরকার, সাধারণ সম্পাদক আমির উদ্দিন, মালিক সমিতির সভাপতি গোলাম হাদী ছয়ফুল, সাংগঠনিক সম্পাদক শাব্বির আহমদ ফয়েজ, যুগ্ম সম্পাদক মোহাম্মদ আলী, সিলেট জেলা ট্রাক-পিকআপ-কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়নের সদস্য মো. শরীফ আহমদ, আলী আহমদ আলী, আব্দুল মতিন ভিআইপি, আম্বরখানা সমিতির সাধারণ সম্পাদক জুবের আহমদ, কোতোয়ালী থানা সদর কমিটি সদস্য মো. ডি মোল্লা, আফরোজ, সানী, বদরুল, হাবিব প্রমুখ।

বিবৃতিতে নেতৃবৃন্দরা বলেন, এ ধরনের ঘটনা খুবই মর্মান্তিক। প্রতিটি মানুষের চিকিৎসার একমাত্র ভরসাস্থল হলো ডাক্তাররা। আর এসব কথিত ডাক্তারের হাতেই যদি জীবনের নিরাপত্তা না থাকে তাহলে মানুষ ডাক্তারদের উপর ভরসা করবে না। নেতৃবৃন্দ সুষ্ঠু তদন্তের মাধ্যমে দোষী ব্যক্তিদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানান তারা।

এই সংবাদটি পড়া হয়েছে ৩৬২ বার

Share Button

Callender

April 2025
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930