শিরোনামঃ-

» রোটারি মেট্রোপলিটন সিলেট’র ফ্রি অক্সিজেন সিলিন্ডার ব্যাংক উদ্বোধন

প্রকাশিত: ০১. আগস্ট. ২০২১ | রবিবার

স্বাস্থ্যবিধি মেনে চলার মাধ্যমে করোনা মহামারি থেকে মুক্ত থাকতে পারি : ডা. হিমাংশু লাল রায়

স্টাফ রিপোর্টারঃ

সিলেট বিভাগীয় পরিচালক স্বাস্থ্য ডা. হিমাংশু লাল রায় বলেছেন, স্বাস্থ্যবিধি মেনে চলার মাধ্যমে নিজেকে সুরক্ষিত রাখার পাশাপাশি করোনা মহামারি থেকে মুক্ত থাকতে পারি।

তেমনি সমাজকে করোনা সংক্রমন থেকে অনেকটা সুরক্ষিত করা যায়। তিনি সকলকে করোনা থেকে সুরক্ষার প্রথম সোপান হিসেবে মাস্ক ব্যবহার করার পাশাপাশি স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানান।

রোটারি ক্লাব অব মেট্রোপলিটন সিলেট-এর উদ্যোগে ফ্রি অক্সিজেন সিলিন্ডার ব্যাংকের কার্য্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

বঙ্গবন্ধু সহ তাঁর পরিবারের সদস্য ও ১৫ আগস্টের শহীদদের স্মরণে এবং শোকাবহ আগস্ট মাস উপলক্ষে রোটারি ক্লাব অব মেট্রোপলিটন সিলেট-এর উদ্যোগে রবিবার (১ আগস্ট) সকালে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির কার্যালয়ে করোনা রোগীদের সেবার জন্য ফ্রি অক্সিজেন সিলিন্ডার ব্যাংকের কার্য্যক্রমের উদ্বোধনী সভা অনুষ্ঠিত হয়।

রোটারি ক্লাব অব মেট্রোপলিটন সিলেট-এর সভাপতি রোটারিয়ান মো. সাইফুর রহমানের সভাপতিত্বে ও ক্লাব সেক্রেটারি রোটারিয়ান ইঞ্জিনিয়ার মইনুল ইসলাম চৌধুরীর পরিচালনায় উক্ত অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন, ডিষ্ট্রিক্ট ট্রেইনার পিডিজি লে.কর্নেল (অব.) এম আতাউর রহমান পীর।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, রোটারির কুশিয়ারা জোনের জোনাল কো-অর্ডিনেটর রোটারিয়ান ফয়সল আহমদ মুন্না, ডেপুটি গভর্নর পিপি রোটারিয়ান কাউন্সিলর মো: তৌফিক বক্স লিপন, অ্যাসিস্ট্যান্ট গভর্নর পিপি আবু সুফিয়ান, রেডক্রিসেন্ট সোসাইটি সিলেট ইউনিটের সেক্রেটারি আব্দুর রহমান জামিল, পিপি রোটারিয়ান কাজী হেলাল, পিপি রোটারিয়ান আজিজুর রহমান, আইপিপি রোটারিয়ান রেহান উদ্দিন রায়হান, আক্তার চৌধুরী রুবেল, কাউন্সিলর ইলিয়াসুর রহমান ইলিয়াছ, রোটারিয়ান দেওয়ান রুশো চৌধুরী, রোটারিয়ান আসাদুজ্জামান রনি, রোটারিয়ান মাজারুল হক লিটন, সোয়েব আহমদ।

এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, অ্যাসিস্ট্যান্ট গভর্নর পিপি রোটারিয়ান মিজানুর রহমান, রোটারি ক্লাব অব জালালাবাদ-এর সহসভাপতি রোটারিয়ান মনজুর আল বাসেত প্রমুখ।

অনুষ্ঠানে অক্সিজেন সিলিন্ডার ব্যাংকের কার্যক্রম উদ্বোধন ছাড়াও ১ আগস্ট একজন ক্যানসার আক্রান্ত রোগীকে আর্থিক সহায়তা প্রদান, হার্ট অ্যান্ড কিডনি এওয়ারন্যাস সেমিনার, নিউ মেম্বার ওরিয়েন্টেশন সেমিনার অনুষ্ঠিত হয়।

অক্সিজেন সিলিন্ডার ব্যাংকের কার্যক্রম উদ্বোধন শেষে অনুষ্ঠানে ধন্যবাদ বক্তব্য রাখেন, পিপি রোটারিয়ান ইয়াকুতুল গনি ওসমানী। অনুষ্ঠানে সিলেট বিভাগীয় পরিচালক স্বাস্থ্য ডা. হিমাংশু লাল রায়কে রোটারী ক্লাব অব মেট্রোপলিটন সিলেটের সম্মানসুচক সদস্যপদ প্রদান করা হয়। যারা ফ্রি অক্সিজেন সিলিন্ডার সেবা গ্রহন করতে চান তারা ফ্রি অক্সিজেন সিলিন্ডার ব্যাংক এর কার্য্যক্রমের চেয়ারম্যান ডেপুটি গভর্নর পিপি রোটারীয়ান কাউন্সিলর মো: তৌফিক বক্স লিপন মোবাইল নং-০১৭১১৩৯৪৬১১ অথবা কো-চেয়ারম্যান এডভোকেট মাজহার মোবাইল নং-০১৭১০৪৩৫০৩১ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হয়।

এই সংবাদটি পড়া হয়েছে ১৭৭ বার

Share Button

Callender

March 2024
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031