শিরোনামঃ-

» খাদিমপাড়ায় দরিদ্র কৃষকের ধান কেটে দিল যুবলীগ

প্রকাশিত: ২৮. এপ্রিল. ২০২১ | বুধবার

স্টাফ রিপোর্টারঃ
সিলেট শুরু হয়েছে বোরো ধান কাটা। কিন্তু করোনা পরিস্থিতি ও ‘লকডাউন’র কারণে শ্রমিক সংকটে পড়ায় পাকা ধান নিয়ে দুচিন্তায় পড়েছেন কৃষকরা।
এ অবস্থায় কৃষকের সেই দুচিন্তা দূর করতে কৃষকের পাকা ধান কেটে দিলো সিলেট সদর উপজেলা যুবলীগ। উপজেলার ৪নং খাদিমপাড়া ইউনিয়নের ৬নং ওয়ার্ড বালুটিকর এলাকার দরিদ্র কৃষক আব্দুল মান্নান এর দুই  বিঘা জমির বোরো ধান কেটে দিয়েছে জেলা যুবলীগ নেতাকর্মীরা ।
বুধবার  (২৮ এপ্রিল) সকাল ১১টার দিকে খাদিমপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সিলেট জেলা আওয়ামী লীগের সদস্য এডভোকেট আফছর আহমেদের  নেতৃত্বে ২০-২৫ জন নেতাকর্মীর সহযোগিতায় ধান কাটা শুরু হয়। দুপুরে ধান কেটে ওই কৃষকের বাড়িতে পৌঁছে দেন তারা।
ধান কাটা কর্মসূচিতে আওয়ামী নেতা, ফয়জুল হক, লুৎফর রহমান, জেলা  যুবলীগ নেতা বাবুল আহমদ, শাহেদ আহমদ আনা, সুহেল আহমদ, সদর উপজেলা যুবলীগ নেতা  লিমন আহমদ, হাসান আহমদ, তারেক আহমদ, নজরুল ইসলাম,  আতিক হাসান ডালিম, ছাত্রলীগ নেতা সানজিদুল করিম অথৈ, শরিফ আহমেদ,  লিটন মিয়া, সামাল মিয়া, রুমান আহমদ প্রমুখ উপস্থিত ছিলেন।
খাদিমপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সিলেট জেলা আওয়ামী লীগের  কার্য নির্বাহী কমটির সদস্য এডভোকেট আফছর আহমেদ জানান, করোনার এই দুঃসময়ে আমরা দরিদ্র কৃষকের সহযোগিতায় এগিয়ে এসেছি। সারাদেশে জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে  আওয়ামী লীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের যতগুলো  আঞ্চলিক কমিটি আছে তাদেরও এই নির্দেশনা দেওয়া হয়েছে। আমরা সব শ্রেণিপেশার মানুষ মিলে বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়তে চাই।
এদিকে এই সংকটময় মুহূর্তে কৃষকের পাশে দাঁড়ানোর জন্য যুবলীগের নেতাকর্মীদের সাধুবাদ জানিয়েছেন স্থানীয় কৃষকরা।

এই সংবাদটি পড়া হয়েছে ২৬৩ বার

Share Button

Callender

December 2024
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031