শিরোনামঃ-

» যুক্তরাজ্য ফেরত মৃত প্রবাসী মহিলার রিপোর্ট নেগেটিভ এসেছে

প্রকাশিত: ২৪. মার্চ. ২০২০ | মঙ্গলবার

সিলেট বাংলা নিউজ ডেস্কঃ

সিলেটে করোনাভাইরাসের উপসর্গ নিয়ে মারা যাওয়া যুক্তরাজ্য ফেরত সেই নারীর করোনা পরীক্ষায় নেগেটিভ এসেছে।

সোমবার (২৩ মার্চ) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে বিষয়টি নিশ্চিত করেছেন আইইডিসিআর’র প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা এ এস এম আলমগীর।

এর আগে ১০ দিন ধরে জ্বর, সর্দি, কাশির সঙ্গে শাসকষ্টে ভোগার পর গত ২০ মার্চ ওই নারী শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে ভর্তি হন।

এরপর রবিবার (২২ মার্চ) ভোররাতে সিলেট শহীদ শামছুদ্দিন আহমদ হাসপাতালের আইসোলেশনে থাকা অবস্থায় ৬১ বছর বয়সী ওই নারীর মৃত্যু হয়।

নভেল করোনাভাইরাসের প্রাদুর্ভাবের মধ্যে গত ৪ মার্চ লন্ডন থেকে দেশে ফেরেন ওই নারী।

তিনি সুনামগঞ্জের জগন্নাথপুর এলাকার বাসিন্দা। পরে এই দিনই তাকে সংক্রমণ বিধি অনুযায়ী নগরীর মানিকপীরের টিলাস্থ কবরস্থানে দাফন করা হয়।

একই সাথে মারা যাওয়া সেই নারীর পরিবারের সবাইকে বাধ্যতামূলক হোমকোয়ারেন্টাইনে পাঠায় জেলা প্রশাসন।

এদিকে সিলেটে করোনাভাইরাস সন্দেহে ৫ জনকে শহীদ শামছুদ্দিন আহমদ হাসপাতালে কোয়ারেন্টাইন করে রাখা হয়েছে।

এরমধ্যে (রবিবার রাত ৮টা থেকে সোমবার সকাল ৮টা পর্যন্ত) ১ জনকে হাসপাতালে কোয়ারেন্টাইন করে রাখা হয়।

আর (রবিবার রাত ৮ টা থেকে সোমবার সকাল ৮ টা পর্যন্ত) হোম কোয়ারেন্টাইন করে রাখা হয়েছে আরও ২৪ জনকে। সব মিলিয়ে গত ১০ মার্চ থেকে সিলেট জেলায় ৮০০ জনকে হোম কোয়ারেন্টাইন করে রাখা হয়েছে। এদের মধ্যে বেশিরভাগই প্রবাসী ও তাদের আত্মীয়স্বজন।

অন্যদিকে ১৭ জনের হোম কোয়ারেন্টাইনে মেয়াদ অর্থাৎ ১৪ দিন শেষ হওয়ায় তাদের ছাড়পত্র দেয়া হয় বলে জানিয়েছেন সিলেটের সিভিল সার্জন প্রেমানন্দ মণ্ডল।

তিনি বলেন, যারাই হোম কোয়ারেন্টাইনে আছেন তাদেরকে নিয়মিত পর্যবেক্ষণ করা হয়েছে।

এছাড়া যারা হোম কোয়ারেন্টাইনের মেয়াদ শেষ করেছেন তাদেরকে ছাড়পত্র দিয়ে দেয়া হয়েছে।

এই সংবাদটি পড়া হয়েছে ১০২৭ বার

Share Button

Callender

May 2024
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031